‘পেসো’ স্বীকৃত ছাড়া বাজি বন্ধে ফের আর্জি কলকাতা হাইকোর্টে

পরিবেশবান্ধব বাজিতে সায় দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। এবার বেআইনি বাজি বন্ধের দাবিতে মামলা দায়ের হল আদালতে। মঙ্গলবার, বেআইনি বাজি বন্ধের আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের হয়েছে।

হাইকোর্টে ‘পেসো’ দ্বারা স্বীকৃত বাজি ছাড়া অন্য বাজি বিক্রিতে নিষেধাজ্ঞার আর্জি জানানো হয়। ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে। বুধবার, সকালেই মামলার শুনানি হবে।

আরও পড়ুন: পড়ুয়াদের জন্য আসছে ‘ভাষা সঙ্গম’ অ্যাপ, শেখা যাবে ভারতের ২২ টি আঞ্চলিক ভাষা

গত শুক্রবার একটি জনস্বার্থ মামলার রায়ে কলকাতা হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয় রাজ্যে কোনরকম বাজে বিক্রি ও পোড়ানো যাবে না। সেই ধারাকে চ্যালেঞ্জ করে পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বাজি ব্যবসায়ীরা। অবশেষে সেখানেই মিলল স্বস্তি। সোমবার এই মামলার রায়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় বাজি বিক্রি ও পোড়ানোতে কোনওরকম আপত্তি নেই। তবে প্রশ্ন যেটা উঠছে তা হল পরিবেশ বান্ধব বাজি চেনার উপায় কি? কীভাবেই বা সাধারণ বাজির থেকে গ্রিন ক্র্যাকার্স বা পরিবেশ বান্ধব বাজিকে আলাদা করে চিহ্নিত করা যাবে, তা স্পষ্ট নয় এখনও। এই কারণেই গ্রিন ক্র্যাকার্স বাদে বাকি বাজিতে নিষেধাজ্ঞার দাবি নিয়ে আদালতে মামলা হয়েছে।

 

Previous articleদিনহাটা উপ নির্বাচনে লক্ষাধিক ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ
Next articleসাতসকালে বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার শহরে, আত্মহত্যা নাকি খুন বাড়ছে জল্পনা