Sunday, August 24, 2025

৪ কেন্দ্রে বিপুল জয় তৃণমূলের, ৩টি আসনে জামানত জব্দ হয়ে হোয়াইটওয়াশ বিজেপি

Date:

রাজ্যে চার কেন্দ্রে উপনির্বাচনে কেন্দ্রে বিপুল ব্যবধানে জয় শাসকদলের। আর কার্যত হোয়াইটওয়াশ বিজেপি (BJP)। শান্তিপুর বাদে বাকি তিন কেন্দ্রেই জামানতজব্দ হয়েছে বিজেপির। শাসকদলের জয় ছিল প্রত্যাশিত। তবে, ফল প্রকাশের পর থেকে যে বিষয়টি স্পষ্ট তা হল, ২০২১-এ বিধানসভা নির্বাচনের পরে বঙ্গে একেবারেই ফিকে হয়ে গিয়েছে গেরুয়া রং। বাংলায় যে গেরুয়া ঝড়ের আশা করেছিলেন বিজেপি নেতৃত্ব তা কার্যত ধুয়ে মুছে সাফ। এমনকী, যে দুটি কেন্দ্রে গত নির্বাচনে বিজেপি জিতেছিল সেখানেও বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূল (TMC) প্রার্থীরা।

স্কোরবোর্ডে ৪-০ করার লক্ষ্যে চার কেন্দ্রে উপনির্বাচনে ঝাঁপিয়েছিল তৃণমূল। উপনির্বাচন হলেও তাকে হালকাভাবে না দেখার বার্তা ছিল শীর্ষ নেতৃত্বের। মঙ্গলবার ভোটগণনার শুরু থেকেই দেখা গেল জোড়া ফুল প্রত্যাশামতোই এগোচ্ছে ফল। বিজেপি-কে দুরমুশ করে চারটি কেন্দ্রেই অপ্রতিরোধ্য গতিতে এগিয়েছেন তৃণমূল প্রার্থীরা।

আরও পড়ুন- ঘৃণার রাজনীতির বিরুদ্ধে উন্নয়নকে বেছেছেন মানুষ: জয়ী প্রার্থীদের টুইটে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

উপনির্বাচনের ফলপ্রকাশে মূল যে বিষয়টি নজরে আসে তা হল, ল্যান্ড স্লাইড ভিক্ট্রির পরে রাজ্যে আরও শক্ত হয়েছে তৃণমূলের ভিত। আর কোণঠাসা হতে হতে কার্যত নিশ্চিহ্ন হওয়ায় পথে বিজেপি।

যে উত্তরবঙ্গের ফল নিয়ে এবাররে বিধানসভা ভোটে আত্মতুষ্টিতে ভুগেছে বিজেপি, সেই উত্তরবঙ্গের দিনহাটায় ৬ মাসের মধ্যে ভোটারদের মতবদল। রেকর্ড ভোটে বিজেপি প্রার্থীকে হারালেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ (Udayan Guha)।

দ্বিতীয়টি হল শান্তিপুর (Shantipur) । সেখানেও নির্বাচনে জিতেছিলেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার (Jagannath Sarkar)। কিন্তু বিধায়ক পদে শপথ নেননি তিনি। সেই কেন্দ্রে হয় উপনির্বাচন। এবার তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী বড় ব্যবধানে জেতেন সেখানে।

খড়দহ (Khardah) তৃণমূলের জেতা আসন। কাজল সিনহার মৃত্যুতে এখনে ভোট হয়। রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Shobhandev Chatterjee) ভোটের ব্যবধান অনেক বাড়িয়েছেন। এখানে উল্লেখ্য হল বিজেপির জয় সাহাকে পিছনে ফেলে কিছুটা সময়ের জন্য দ্বিতীয় স্থানে ছিলেন বামপ্রার্থী তথা যুবনেতা দেবজ্যোতি দাস।

একলাখের উপর ভোটে গোসাবা (Gosaba) জয়ী তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল। সেখানেও কার্যত দাঁত ফোটাতে পারেনি গেরুয়া শিবির।

একনজরে চার কেন্দ্রে জয়ের ব্যবধান-

• দিনহাটায় ১ লক্ষ ৮৮ হাজার ৩১১টি ভোটে জয়ী উদয়ন গুহ

• গোসাবায় ১ লক্ষ ৪৩ হাজার ভোটে জয়ী সুব্রত মণ্ডল

• খড়দহ ৯৩ হাজার ৮৩২ ভোটে জয়ী শোভনদেব চট্টোপাধ্যায়

• শান্তিপুরে ৬৩ হাজার ৮৯২ ভোটে জয়ী ব্রজকিশোর গোস্বামী

এই ফল থেকে সর্বভারতীয় স্তরে তৃণমূলের জমি আরও শক্ত হল। ২০২৪-এর নির্বাচনের জন্য বঙ্গ বিজেপি বড় শিক্ষা পেল বলে মত রাজনৈতিক মহলের।

 

 

Related articles

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...
Exit mobile version