Tuesday, August 26, 2025

নয় নয় করে ৩১ ঘণ্টা পার। শিয়ালদা-লালগোলা শাখায় নদিয়ার জালালখালি হল্টে এখনও চলছে রেল অবরোধ। সমস্ত ট্রেনের স্টপেজের দাবিতে গতকাল সকাল ৭টা থেকে রেল অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দারা।এই অবরোধের জেরে বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে একাধিক ট্রেন। কাজের দিন হওয়ায় রীতিমতো ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। অবরোধের জেরে অন্য রুট দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে দূরপাল্লার ট্রেন।
করোনা আবহে রাজ্যে দীর্ঘদিন বন্ধ ছিল লোকাল ট্রেন পরিষেবা। রাজ্য সরকারের সম্মতিতে রবিবার থেকে ফের চালু হয়েছে লোকাল ট্রেন। ৬ মাস পর সর্বসাধারণের জন্য ফের চলতে শুরু করেছে লোকাল ট্রেনের।

৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালু করার কথা বলা হলেও, প্রথম দিন থেকেই প্রতিটি ট্রেনে মারাত্মক ভিড় দেখা। কোথায় ৫০ শতাংশ যাত্রী! কোথায় সামাজিক দূরত্ব!
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাতটা থেকে জালালখালি স্টেশনে রেললাইনে নেমে অবরোধ-বিক্ষোভ শুরু করেন এলাকার কয়েকশো বাসিন্দা। একেবারে রেললাইনের উপর শুয়ে-বসে, হাতে প্ল্যাকার্ড নিয়ে জালালখালি স্টেশনে ট্রেন থামানোর দাবিতে সরব হন তাঁরা।
অবরোধকারীদের দাবি, পূর্বরেলের শিয়ালদহ শাখার এটি বৃহত্তম মেন লাইন, শিয়ালদা থেকে লালগোলা যাওয়ার প্রধান শাখা। তাই সমস্ত লোকাল, প্যাসেঞ্জার সহ লালগোলার সব ট্রেন জালালখালি স্টেশনে দাঁড় করাতে হবে। এলাকাবাসীর অভিযোগ, জালালখালি স্টেশনে ট্রেন না দাঁড়ানোয় নিত্যরেলযাত্রীদের খুব সমস্যায় পড়তে হচ্ছে। দীর্ঘদিন ধরেই এই সমস্যার কথা স্টেশন কর্তৃপক্ষ, প্রশাসন সহ জনপ্রতিনিধিদের জানানো হয়েছে। কিন্তু আজও সমস্যার সমাধান হয়নি। মিলেছে শুধু আশ্বাস। তাই এদিন রেল অবরোধের দিনভর কর্মসূচি রেখেছেন জালালখালি স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দারা।

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...
Exit mobile version