ইমামবাড়ার সংস্কারে উদ্যোগী অসিত মজুমদার

দানবীর হাজি মহম্মদ মহসিনের তৈরি ঐতিহাসিক সৌধ ইমামবাড়ার একটি অংশ ভেঙে পড়েছে। এই ঘটনা শোনার পর চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার (Asit Majumder), পুর প্রশাসক গৌরীকান্ত মুখোপাধ্যায় (Gourikanta Mukherjee), স্থানীয় কাউন্সিলর সহ PWD ইঞ্জিনিয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন। বিধায়ক জানান, ঐতিহাসিক সৌধটি শুধুমাত্র চুঁচুড়া শহরের গর্ব নয়, এটা সারা ভারতের একটি দর্শনীয় স্থান। কিন্তু এটা রক্ষণাবেক্ষণের জন্য সকলকে এগিয়ে আসতে হবে। তিনি জানান, সৌধটি যাতে সঠিকভাবে সংরক্ষণ করা হয় তার জন্য সরকার এবং হেরিটেজ কমিশনকে চিঠি লিখবেন।

বাম আমলে এটি সংস্কারের জন্য একটা টাকা এসেছিল। কিন্তু সেই টাকা কীভাবে, কোথায় খরচ হয়েছে, কতটা কাজ হয়েছে সে বিষয়ে তাঁর কোনো ধারণা নেই বলে জানান অসিত মজুমদার। তিনি খোঁজ নিলেও এ বিষয়ে তাকে কেউ কিছুই জানাতে পারেননি। তাই এবার সবাই মিলে চেষ্টা করে দেশের এই দর্শনীয় স্থানটিকে কতটা রক্ষা করা যায় সেটাই বিষয় জোর দেবেন।