টুইটারে সমালোচকদের একহাত নিয়ে বিরাটের পাশে রাহুল গান্ধী

মহম্মদ শামির ( Mohammad shami) পাশে দাঁড়ানোয়, আক্রমণের মুখে পড়েন ভারত ( india) অধিনায়ক বিরাট কোহলি ( Virat kohli)। সোশ্যাল মিডিয়ায় কোহলির ৯ মাসের মেয়ে ভামিকার উদ্দেশে দেওয়া হয় ধর্ষণের হুমকি। আর এই ঘটনার তীব্র নিন্দা করে বিরাটের পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী( Rahul Gandhi)। টুইটারে সমালোচনাকে একহাত নেন কংগ্রেস সাংসদ।

টুইটারে সমালোচকদের এক হাত নিয়ে রাহুল লেখেন,” প্রিয় বিরাট, এই মানুষগুলো হিংসায় পরিপূর্ণ। কারণ ওরা কারও ভালবাসা পায় না। ওদের ক্ষমা করে দাও। তুমি দলকে রক্ষা করো।” রাহুলের এই টুইট মুহূর্তে ভাইরাল হয়ে যায়। তবে শুধু রাহুল গান্ধী নন, পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম-উল-হক পর্যন্ত ক্ষোভ উগড়ে দিয়েছেন এই বিষয়ে।

ইনজি তাঁর ইউ টিউব চ্যানেলে বলেছেন,”আমি শুনেছি কোহলির মেয়েকে হুমকি দেওয়া হয়েছে। মানুষকে বুঝতে হবে দিনের শেষে এটা একটা খেলা। আমরা হয়তো আলাদা দেশের প্রতিনিধিত্ব করছি, তবে খেলছি তো একটাই খেলা। কোহলির নেতৃত্ব বা ওর ব্যাটিং নিয়ে সমালোচনা করুন, কিন্তু ওর পরিবারকে আক্রমণ করার অধিকার পেলেন কোথা থেকে। কোহলির পরিবারকে আক্রান্ত হতে দেখে আমি অত্যন্ত দুঃখিত।”

আরও পড়ুন:পিছিয়ে থেকেও রোনাল্ডো ম‍্যাজিকে আটালান্টার বিরুদ্ধে ড্র ম‍্যানইউর