হাওড়ার সাঁকরাইলে একটি চিপসের কারখানায় ভয়াবহ আগুন লাগল।বুধবার দুপুরে আচমকা আগুন লেগে যায় ওই চিপস কারখানায়। তখন পুরোদমে কাজ চলছিল। তবে আগুন লাগার সঙ্গে সঙ্গেই কর্মীদের কারখানা থেকে বের করে আনা হয়েছে।দমকলের ৮টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে। তবে আগুনের ভয়াবহতা এতটাই বেশি যে লেলিহান শিখা বহুদূর থেকে দেখা যাচ্ছে। আরও দমকলের ইঞ্জিন আনা হচ্ছে বলে জানা গিয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, আলুর চিপস-সহ নানা ধরণের ফাস্টফুড তৈরি হতো ওই কারখানায়। ফলে প্রচুর পরিমান ভোজ্য তেল মজুদ ছিল কারখানার ভিতরে। ওই তেলের ড্রামেও আগুন ধরে গিয়েছে। ফলে আগুন ভয়াবহ আকার ধারণ করেছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।
হাওড়ার ডোমজুড়ে ৬ নম্বর জাতীয় সড়কের ধারে রয়েছে ওই চিপসের কারখানা। প্রথমে ওই কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে ঘটনাস্থলে আসে দমকলের ৮টি ইঞ্জিন। কালো ধোঁয়ায় মুড়ে গিয়েছে জাতীয় সড়ক-সহ বিস্তীর্ণ এলাকা।
কিন্তু, আগুন নিয়ন্ত্রণে না আসায় আরও ২টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। এই মুহূর্তে মোট ১০ টি ইঞ্জিন কাজ করছে।যখন আগুন লাগে তখন কারখানায় শ্রমিকেরা কাজ করছিলেন। তবে সকলকেই কারখানা থেকে বের করে আনা সম্ভব হয়েছে। এখনও পর্যন্ত হতাহত বা আহতের কোনও খবর পাওয়া যায়নি।পাশাপাশি, জোরালো বাতাসের জন্য আগুন আরও ছড়িয়ে পড়তে পারে।
সাঁকরাইলে চিপস কারখানায় ভয়াবহ আগুন, দমকলের ১০টি ইঞ্জিন লড়ছে
Date:
Share post:
