দুর্গাপুজো -লক্ষ্মীপুজো ( Durgapuja-Lakshmipuja) সবই ভাসিয়েছে বৃষ্টি (Heavy Rain) । কিন্তু এখনো পর্যন্ত কালীপুজোর দিন বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না । বরং শীত -শীত আমেজে, হিমেল হাওয়ায় জমে উঠবে বাঙালির শ্যামা পূজা। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) । এদিকে মঙ্গলবারের তুলনায় বুধবার তাপমাত্রা আরও একটু কমেছে । ঙ্গলবার মহানগরের তাপমাত্রা ছিল ২০.৪ডিগ্রি সেলসিয়াস । বুধবার তা নেমে হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস। সারাদিন এই তাপমাত্রাই বজায় থাকতে পারে । তবে রাত গভীর হলে তাপমাত্রা আরেকটু নামতে পারে।

কলকাতায় সকালের দিকে কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ। তবে মোটের উপর ঝলমলে আকাশ থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশ।। সকালের দিকে শীতের আমেজ পাওয়া যাবে।
তবে এই প্রবণতা শুধু যে বাংলাতেই তা নয় । গোটা পশ্চিম, উত্তর-পশ্চিম এবং পূর্ব ভারতে উত্তর-পশ্চিম শীতল হাওয়ার প্রভাবে তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে। ফলে উত্তর-পশ্চিম এবং পূর্ব ভারতে শীতের আমেজ এসে গিয়েছে । এর প্রভাবে রাজ্যে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে থাকবে। রাতের তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। কয়েকটা পশ্চিমে জেলাগুলিতে দেখে গিয়েছে তাপমাত্রা কমতে শুরু করেছে। কলকাতাতেও দু-একদিনের মধ্যে আরও ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা কমবে।
