Wednesday, May 14, 2025

ছাত্র আন্দোলন থেকে পরিষদীয় রাজনীতি- হাতে ধরে শিখিয়েছেন সুব্রতদা: আবদুল মান্নান

Date:

৫১ বছরের পথচলা থেমে গেল আচমকা। কথাটা যেন বিশ্বাসই হচ্ছে না কংগ্রেস (Congress) নেতা আবদুল মান্নানের (Abdul Mannan)। ১৯৭০ সাল থেকে সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) সঙ্গে পরিচয় তাঁর। সেই সময় সুব্রত ছিলেন ছাত্র পরিষদের রাজ্য সহ-সভাপতি। বালিতে কংগ্রেস নেতা তরুণকান্তি ঘোষের সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন সুব্রত। সেখানেই আবদুল মান্নানের সঙ্গে প্রথম আলাপ। তারপর বারবার দল বদল করেছেন সুব্রত। কিন্তু আবদুল মান্নানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক কোন তিনি ছিন্ন হয়নি।

সাতের দশকে প্রিয়-সুব্রত জুটির নেতৃত্বে আন্দোলন করতেন ছাত্র পরিষদের সদস্যরা। মহাজাতি সদনে ছাত্র পরিষদের সদর দফতরেই ছিল তাঁদের যাবতীয় রাজনৈতিক চর্চার কেন্দ্র। সেখানে ‘প্রিয়দা-সুব্রতদা’র সঙ্গে কাটানো সময়ের কথা আজ খুব মনে পড়ছে আবদুল মান্নানের।

১৯৭০ সালের সেপ্টেম্বরে ছাত্র পরিষদের সভাপতি নির্বাচিত হন সুব্রত মুখোপাধ্যায়। অল্প বয়সে মন্ত্রী হলেও ছাত্র আন্দোলনের সঙ্গে যোগাযোগ ছিল। তবে, কাজের চাপে ১৯৭৩-এ ছাত্র পরিষদের সভাপতি পদ ছেড়ে দেন সুব্রত।

নিজে সিগারেট খেতেন না। কিন্তু কোনও দিন কাউকে নিজের সামনে সিগারেট খেতে বারণ করেননি সুব্রত মুখোপাধ্যায়। উলটে সুব্রত বলতেন, “সিগারেট খাবি না! সিনেমার গল্প করবি না! কী ভাবে ছাত্র আন্দোলন করবি?” এমনই সুরসিক ছিলেন তিনি।

১৯৭১ সালের বাংলাদেশে মুক্তিযুদ্ধে সময় কলকাতায় তৎকালীন পাকিস্তানের বাংলাদেশের হাইকমিশনারের দফতরে গিয়ে সুব্রত মুখোপাধ্যায় সঙ্গে স্মারকলিপি জমা দিয়েছেন আবদুল মান্নান।

১৯৭৭ কংগ্রেসৃর হারের পর অনেকেই দল ছেড়ে নতুন দলে যান। সেই সময় বাংলায় কংগ্রেসের হাল ধরেছিলেন প্রণব মুখোপাধ্যায়, বরকত গনিখান চৌধুরী, সোমেন মিত্র এবং সুব্রত মুখোপাধ্যায়। “এবার হয়তো প্রত্যেকের এ বার দেখা হবে!” বললেন মান্নান।

সুব্রত মুখোপাধ্যায়ের হাত ধরে পরিষদীয় রাজনীতি সম্পর্কে পাঠ নিয়েছেন আবদুল মান্নান। বিধানসভার খুঁটিনাটি অনুজপ্রতিম সতীর্থকে শিখিয়ে দিয়েছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ। তৃণমূলের বিধায়ক হওয়ার পরেও বিধানসভায় কংগ্রেস বিধায়কদের ঘরে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিতেন সুব্রত। সেই আড্ডার দিনগুলির কথা আজ খুব মনে পড়ছে আবদুল মান্নানের। এবার সুব্রত মুখোপাধ্যায়ের অসুস্থতার খবর পেয়ে নিয়মিত খোঁজ নিয়েছেন তিনি। ভেবেছিলেন বাড়ি ফিরলে দেখা করে আসবেন। শনিবার, দেখা হল ঠিকই কিন্তু কথা হল না।

আরও পড়ুন- সবুজ-মেরুন পতাকায় ঢেকে দেওয়া হল সুব্রত মুখোপাধ‍্যায়ের মরদেহ, স্মৃতিচারণ বাবলুর

 

Related articles

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি...

রাজ্যের পরিবহনে নতুন দিশা! à§§ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...
Exit mobile version