Thursday, May 8, 2025

যখন পড়বে না তাঁর পায়ের চিহ্ন ওই বাটে… শেষ যাত্রায় সুব্রত মুখোপাধ্যায়

Date:

হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর আজ বাড়ি ফেরার কথা ছিল তাঁর। তিনি আসলেনও। তবে তাঁর প্রাণহীন দেহ আসল তাঁর বাড়িতে। শেষ বারের জন্য। না ফেরার দেশে চলে গেলেন সুব্রত মুখোপাধ্যায়। বাড়ির সামনে অনুরাগীদের ভিড়। চোখে জল। শোকের আবহ বালিগঞ্জের পাড়ায়। কারো প্রিয় দাদা, কারো প্রিয় নেতা ছিলেন সুব্রত মুখোপাধ্যায়।

আরও পড়ুন: “সুব্রত মুখার্জি অমর রহে”, বিধানসভায় শ্রদ্ধা রাজ্যপাল-স্পিকারের

বিধানসভা থেকে বালিগঞ্জের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে সুব্রত মুখোপাধ্যায়ের দেহ। শেষবারের জন্য মন্ত্রীর মরদেহ দেখতে তাঁর বাড়ির সামনে ভিড় জমিয়েছেন পরিজন এবং অনুগামীরা। বাড়ি থেকে দেহ নিয়ে যাওয়া হয়েছে একডালিয়া এভারগ্রিন ক্লাবে। একডালিয়ায় ভিড় জমিয়েছেন সুব্রতর অনুগামীরা। তাঁকে চোখের জলে বিদায় জানালেন পরিবারের সদস্য ও অনুগামীরা।

নাড়ু খেতে চেয়েছিলেন সুব্রত। তাঁর বোন বুলবুল চট্টোপাধ্যায় কথাও দিয়েছিলেন যে ভাইফোঁটার দিন নাড়ু খাওয়াবেন। তা নাড়ু বানিয়েও রেখেছিলেন। কিন্তু খাওয়া আর হলো না‌। ফোঁটা নেওয়ার আগেই না ফেরার দেশে পাড়ি দিলেন দাদা সুব্রত।

আর কিছুক্ষণের মধ্যে বর্ষীয়ান রাজনীতিবিদ সুব্রত মুখোপাধ্যায়কে গান স্যালুটে বিদায় জানানো হবে কেওড়াতলা শ্মশানে। শুক্রবার রাতে হাসপাতাল থেকে ফেরার কথা ছিল সুব্রতর। ভাইফোঁটার ঠিক আগের দিন। তিন বোন ঠিক করেছিলেন, দাদা বাড়ি ফিরলে দেখা করতে যাবেন। সুব্রতর বাড়ির কাছাকাছি থাকতেন তাঁরা। এর মধ্যে একজন তনিমা চট্টোপাধ্যায়। তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত। তনিমা জানিয়েছেন, তাঁর বাড়িতেই দাদার জন্মদিন থেকে ভাইফোঁটা পালন করা হত। ঢালাও খাওয়া দাওয়াও হত। সাবেকি খাবার পছন্দ করতেন সুব্রত মুখোপাধ্যায়। পছন্দ করতেন পোস্তর বড়া, মাছের টক, পাঠার মাংস। কিন্তু এ বার সুব্রত অসুস্থ থাকায় খাবারের সেই বিপুল আয়োজন ছিল না। তবে যেহেতু সুব্রত মুখোপাধ্যায় খেতে ভালবাসতেন তা-ই নারকেল নাড়ুর মতো ইচ্ছেপূরণের ব্যবস্থা রেখেছিলেন বোনেরা। তবে সেই ইচ্ছে অপূর্ণই রয়ে গেল।

আরও পড়ুন: উনি দাদা আমি বোন, সম্পর্কের সেই সুতোটা আজ স্মৃতি হয়ে গেল: সুব্রতর প্রয়াণে শোকাহত মমতা

দক্ষিণ ২৪ পরগনার বজবজের সারেঙ্গাবাদের ছেলে ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। ছয়ের দশকে পড়তে  কলকাতায় আসেন তিনি। অ্যানথ্রোপলজিতে বিএসসি নিয়ে ভর্তি হন বঙ্গবাসী কলেজে পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আর্কিওলজি-তে মাস্টার্স। তারপর পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা মিউসিওলজি বা মিউজিয়াম স্টাডিজে। ছয়েরদশকে কংগ্রেসী ঘরানার রাজনীতিতে হাতেখড়ি। শুরু করেছিলেন ছাত্ররাজনীতি দিয়েই। প্রিয়রঞ্জন দাশমুন্সির সঙ্গেই উত্থান তার। ১৯৭২-১৯৭৭ তথ্য সংস্কৃতি দপ্তর এর মন্ত্রী ছিলেন। ঘনিষ্টভাবে কাজ করেছেন সিদ্ধার্থশংকর রায়ের সঙ্গে। কলকাতার ৩৬তম মেয়র তিনি।২০০০ থেকে ২০০৫ পর্যন্ত মেয়র পদে বহাল ছিলেন। ইন্দিরা গান্ধীর সঙ্গেও সুব্রত মুখোপাধ্যায় যোগাযোগ ছিল নিবিড়।

 

 

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ মে (বৃহস্পতিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

উপাচার্য নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা আচার্যের! দেরির কারণ সিল বন্ধ খামে জানানোর নির্দেশ

সুপ্রিম কোর্টের (Supreme Court) বেঁধে দেওযা সময়ের মধ্যেও কেন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ হয়নি। আচার্য তথা রাজ্যপাল সি...

ভারতে ২৭টি বিমানবন্দর বন্ধ, বাতিল ৪৩০ উড়ান! পাকিস্তানেও নিষেধাজ্ঞা জারি

ভারত-পাকিস্তান(IND-PAK) অশান্তির মধ্যে বহু বিমানবন্দর(Air Port) বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে অসামরিক বিমান(Aircraft) পরিবহন মন্ত্রক। এখনও পর্যন্ত ২৭টি বিমানবন্দর(Air...

কলকাতায় পর পর অগ্নিকাণ্ডের জের, কড়া নির্দেশিকা জারি পুর ও নগরোন্নয়ন দফতরের

সম্প্রতি কলকাতায়(Kolkata) পর পর অগ্নিকাণ্ডে(Fire Incident) প্রাণহানি ঘটনার জেরে বাণিজ্যিক ভবনগুলিতে অগ্নি সুরক্ষা বিধি নিয়ে কঠোর অবস্থান নিয়েছে...
Exit mobile version