Sunday, May 4, 2025

ডিসেম্বরে বন্ধ হচ্ছে কেন্দ্রের বিনামূল্যে রেশন, রাজ্যে অবশ্য চালু রাখছে মমতা সরকার

Date:

করোনা ও লকডাউন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে রেশন(Free ration) চালু করেছিল কেন্দ্র(Central)। তবে লকডাউন পর্ব মিটতেই এবার সেই রেশন বন্ধ করার পথে হাঁটতে চলেছে মোদি সরকার(Modi government)। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দেশের আর্থিক পরিস্থিতি এখন আগের তুলনায় অনেকটাই ভালো তাই বিনামূল্যে রেশন দেওয়ার প্রয়োজনীয়তা আর নেই। ফলস্বরূপ এবার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা বন্ধের পথে হাঁটা হবে।

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রের খাদ্যসচিব সুধাংশু পাণ্ডে জানান, ৩০ নভেম্বরের পর বিনামূল্যে রেশন প্রকল্প চালিয়ে যাওয়ার জন্য কেন্দ্রের কাছে কোনও প্রস্তাব নেই। বিনামূল্যে রেশন বিতরণের প্রস্তাব কেন্দ্রের কাছে নতুন করে আর আসেনি। তিনি বলেন, দেশে অর্থনৈতিক পুনরুদ্ধার ভালভাবেই হচ্ছে। তাছাড়া আমাদের ওএমএসএস নীতিতে এবার খোলাবাজারে খাদ্যশস্য বিক্রিও ভাল হয়েছে। ফলস্বরূপ, প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ যোজনার মেয়াদ বাড়ানোর কোনও প্রস্তাব আমাদের কাছে নেই। তবে কেন্দ্রীয় সরকারের প্রকল্প বন্ধ করলেও পশ্চিমবঙ্গ সরকার অবশ্য পূর্বের মতোই বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্প চালু রাখছে।

উল্লেখ্য, লকডাউন পরিস্থিতিতে গত বছরের মার্চ মাসে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনাৎ চালু করে কেন্দ্রীয় সরকার। পরবর্তীকালে ৩০ নভেম্বর পর্যন্ত সেই মেয়াদ আরও বাড়ানো হয়। তবে এবার সেই প্রকল্প বন্ধ করার পথে হাঁটতে চলেছে সরকার। যদিও কেন্দ্র প্রকল্প বন্ধ করলেও দুয়ারে রেশনের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের খাদ্য সাথী প্রকল্প চালু থাকছে।

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version