Monday, November 10, 2025

ডিসেম্বরে বন্ধ হচ্ছে কেন্দ্রের বিনামূল্যে রেশন, রাজ্যে অবশ্য চালু রাখছে মমতা সরকার

Date:

করোনা ও লকডাউন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে রেশন(Free ration) চালু করেছিল কেন্দ্র(Central)। তবে লকডাউন পর্ব মিটতেই এবার সেই রেশন বন্ধ করার পথে হাঁটতে চলেছে মোদি সরকার(Modi government)। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দেশের আর্থিক পরিস্থিতি এখন আগের তুলনায় অনেকটাই ভালো তাই বিনামূল্যে রেশন দেওয়ার প্রয়োজনীয়তা আর নেই। ফলস্বরূপ এবার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা বন্ধের পথে হাঁটা হবে।

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রের খাদ্যসচিব সুধাংশু পাণ্ডে জানান, ৩০ নভেম্বরের পর বিনামূল্যে রেশন প্রকল্প চালিয়ে যাওয়ার জন্য কেন্দ্রের কাছে কোনও প্রস্তাব নেই। বিনামূল্যে রেশন বিতরণের প্রস্তাব কেন্দ্রের কাছে নতুন করে আর আসেনি। তিনি বলেন, দেশে অর্থনৈতিক পুনরুদ্ধার ভালভাবেই হচ্ছে। তাছাড়া আমাদের ওএমএসএস নীতিতে এবার খোলাবাজারে খাদ্যশস্য বিক্রিও ভাল হয়েছে। ফলস্বরূপ, প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ যোজনার মেয়াদ বাড়ানোর কোনও প্রস্তাব আমাদের কাছে নেই। তবে কেন্দ্রীয় সরকারের প্রকল্প বন্ধ করলেও পশ্চিমবঙ্গ সরকার অবশ্য পূর্বের মতোই বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্প চালু রাখছে।

উল্লেখ্য, লকডাউন পরিস্থিতিতে গত বছরের মার্চ মাসে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনাৎ চালু করে কেন্দ্রীয় সরকার। পরবর্তীকালে ৩০ নভেম্বর পর্যন্ত সেই মেয়াদ আরও বাড়ানো হয়। তবে এবার সেই প্রকল্প বন্ধ করার পথে হাঁটতে চলেছে সরকার। যদিও কেন্দ্র প্রকল্প বন্ধ করলেও দুয়ারে রেশনের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের খাদ্য সাথী প্রকল্প চালু থাকছে।

 

Related articles

এবার নদিয়া, এসআইআর আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু বৃদ্ধের

তালিকায় নাম আছে, না নেই। গত ৪ নভেম্বর থেকে গোটা বাংলার মানুষ সেই আতঙ্কেই ভুগছেন। কী হবে ভবিষ্যৎ?...

পাঁচদিন তাপমাত্রা ২০-র নিচে, নভেম্বরেই জাঁকিয়ে শীত!

আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায়। ফলে ধীরে ধীরে বাতাসের জলীয় বাষ্প কমে গিয়েছে। আর তার জেরে রাজ্যে শীতের...

নিঃশ্বাস নিতে চেয়ে গ্রেফতার শিশুরাও! দিল্লিতে নজিরবিহীন ধরপাকড় অমিত শাহর পুলিশের

প্রতিদিন ক্রমশ অবনতি হচ্ছে রাজধানীর পরিবেশের। দূষণের জেরে নিঃশ্বাস নেওয়া ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। চোখের সমস্যা, শ্বাসের সমস্যায়...

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী: পরিষেবা প্রদানের পাশাপাশি বৈঠক জেলাশাসকদের সঙ্গে

উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতিতে বারবার সেখানে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ে থেকে বিপর্যয় (natural disaster) মোকাবিলার কাজ পর্যবেক্ষণ...
Exit mobile version