Saturday, August 23, 2025

রাজ্যের মঙ্গলকামনায় ৮ ঘা চাবুক খেলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বাঘেল

Date:

রাজ্যের মুখ্যমন্ত্রী(Chief minister) তিনি। এহেন ভিভিআইপি ব্যক্তি প্রকাশ্যে খেয়ে যাচ্ছেন চাবুকের বাড়ি। একটি-দুটি নয়, একের পর এক। একগ্ৰাম লোকের সামনে তার উপর চাবুক চালাচ্ছেন জনৈক এক মধ্যবয়সী। মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের(Bhupesh Baghel) এই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে উঠেছে। যদিও জানা গিয়েছে, এই চাবুকের ঘা তিনি খেয়েছেন ছত্তিশগড়ের(Chattisgarh) দুর্গ জেলায় এক ধর্মীয় অনুষ্ঠানে রাজ্যবাসীর মঙ্গলকামনায়।

যে ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, একহাত প্রসারিত করে পুজোর মাঠে দাঁড়িয়ে রয়েছেন বাঘেল। এবং তাঁর উপর চাবুক চালাচ্ছেন মধ্যবয়সী এক ব্যক্তি। একটি দুটি নয়, পরপর ৮ ঘা। চাবুক মারার পর বাঘেলকে এসে জড়িয়ে ধরেন ওই ব্যক্তি। মুখ্যমন্ত্রীও তাঁকে। এরপর এই ভিডিও টুইটারে শেয়ার করেন বাঘেল। টুইটে তিনি লেখেন, ‘রাজ্যের মঙ্গল কামনায় আজ জঞ্জগিরিতে সোঁটার মার খাওয়ার রেওয়াজ পালন করলাম। সবার ভাল হোক।’ উল্লেখ্য, কুশের তৈরি বিশেষ এই চাবুকের নাম সোঁটা।

আরও পড়ুন:উপনির্বাচনের ভরাডুবির পর কেন্দ্রীয় কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন দিলীপ

জানা গিয়েছে, প্রতিবছর দীপাবলির পরের দিন দুর্গ জেলার জঞ্জগিরিতে গোবর্ধন পুজো হয়। স্থানীয়দের বিশ্বাস, পুজোয় কুশের চাবুক দিয়ে কোনও ব্যক্তির হাতে সজোরে আঘাত করা হলে তাঁর সব সমস্যা দূর হবে। সৌভাগ্য ফিরবে। বঘেল সেই ঐতিহ্য মেনেই পুজোয় অংশ নিয়েছিলেন। তবে এই প্রথম নয়। প্রতি বছরই নিয়ম করে এই পুজোয় মুখ্যমন্ত্রী অংশ নেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ বারও তার ব্যতিক্রম হয়নি।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version