Wednesday, May 7, 2025

অপশাসনে দেশের মধ্যে শীর্ষে যোগীরাজ্য, ভোটের আগে অস্বস্তি বাড়ল বিজেপির

Date:

লাগামছাড়া খুন ধর্ষণের ঘটনাতো ছিলই, এবার অপশাসনের নিরিখে দেশের মধ্যে প্রথমস্থানে জায়গা করে নিল যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। বেঙ্গালুরুর সংস্থা পাবলিক অ্যাফেয়ারস সেন্টারের তরফে প্রকাশ্যে আনা হয়েছে এই রিপোর্ট। আগামী বছর উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন, তার আগে এমন একটি রিপোর্ট যোগী সরকারের(Yogi Government) জন্য যে বড়ই অস্বস্তিদায়ক তার বলার অপেক্ষা রাখে না।

বেঙ্গালুরুর এই সংস্থার তরফে এক সমীক্ষার মাধ্যমে দেশের বড় রাজ্যগুলিতে অপশাসনের যে ক্রমতালিকা প্রকাশিত হয় সেখানেই দেখা যায়, তালিকায় সবার উপরে ঠাঁই নিয়েছে যোগীর উত্তরপ্রদেশ এবং তালিকায় সবার শেষে স্থান হয়েছে কেরলের। নানান ধরনের মাপকাঠিতে ১৮টি বড় রাজ্যের সরকারের প্রশাসনিক সাফল্য মাপা হয়েছে সমীক্ষায়। যেখানে ‘পাবলিক অ্যাফেয়ার্স ইনডেক্স’ মাপকাঠিতে অপশাসনের চূড়ান্ত হিসেবে দেখা যাচ্ছে যোগী রাজ্যকে। জানা গিয়েছে, বিগত à§« বছর ধরে ওই সংস্থার তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে কোনওবারই ভালো স্থানে ছিল না যোগী রাজ্য। এবার তা চলে গেল তালিকার একেবারে শীর্ষে।

আরও পড়ুন:রাজ্যের মঙ্গলকামনায় ৮ ঘা চাবুক খেলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বাঘেল

অন্যদিকে, সুশাসনের দিক থেকে তালিকায় সর্বাগ্ৰে উঠে এসেছে বাম শাসিত রাজ্য কেরল। মধ্যপ্রদেশ ও ওড়িশার মতো রাজ্যগুলিও উত্তরপ্রদেশকে টপকে উঠে এসেছে উপরে। ফলস্বরূপ ভোটের আগে যোগী সরকার যে উন্নয়নের ঢাক পেটানো শুরু করেছিলেন তার বাস্তব ভিত্তি কতটুকু তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে গোটা দেশে।

Related articles

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...
Exit mobile version