Sunday, August 24, 2025

উপনির্বাচনের ভরাডুবির পর কেন্দ্রীয় কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন দিলীপ

Date:

Share post:

শনিবার গেলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আজ, সকাল ১০টার বিমানে দিল্লি (Delhi) রাজধানী পাড়ি দিলেন। আগামিকাল, রবিবার দিনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক। সেই বৈঠকেই অংশ নিতে দিল্লি গেলেন দিলীপ ঘোষ। দুই দিনের কেন্দ্রীয় কমিটির বৈঠক রয়েছে দিল্লিতে। রবিবার কার্যকারিণী সমিতির বৈঠক রয়েছে। সেখানে জাতীয় কমিটির সদস্যরাও বৈঠকে থাকবেন। একাধিক কেন্দ্রীয় কমিটির সদস্য তথা কেন্দ্রীয় মন্ত্রীরাও থাকবেন সেখানে। যদিও এই বৈঠক ভার্চুয়ালি হবে। রাজ্য থেকে অংশ নেবেন দলের অধিকাংশ সদস্য।

তবে বাংলার নেতাদের জন্য এই বৈঠক খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ, উৎসবের মরশুমে পরপর জোড়া ধাক্কায় বেসামাল বঙ্গ বিজেপি। দুর্গা পুজোর আগে ভবানীপুর উপনির্বাচন সহ দুই কেন্দ্রে নির্বাচন এবং কালীপুজোর আগে ৪ কেন্দ্রের উপ নির্বাচনে ভরাডুবি হয়েছে গেরুয়া শিবিরের। রাজ্যের প্রধান বিরোধী দল হওয়া সত্ত্বেও একাধিক প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। একুশের বিধানসভা নির্বাচনে নিজেদের জেতা আসন ধরে রাখতে ব্যর্থ। উপনির্বাচনের এই ব্যর্থতা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে। সেক্ষেত্রে দিল্লি হাইকমান্ডের কাছে ধমক খেতে পারেন বঙ্গ বিজেপি নেতারা।

বিধানসভা ভোটের পর রাজ্য শীর্ষ নেতৃত্বের ওপর ক্ষোভ উগরে বেসুরো একাধিক নেতা, বিধায়ক, সাংসদ, অনেকে দল ছেড়েছেন। অনেকের দল ছাড়ার সময় অপেক্ষা। সবমিলিয়ে দিল্লি বৈঠকের আগে চরম অস্বস্তিতে বঙ্গ বিজেপির নেতারা।

আরও পড়ুন:ইন্দিরাজির পুত্র ছিলেন সুব্রতদা

 

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...