Saturday, August 23, 2025

উপনির্বাচনের ভরাডুবির পর কেন্দ্রীয় কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন দিলীপ

Date:

Share post:

শনিবার গেলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আজ, সকাল ১০টার বিমানে দিল্লি (Delhi) রাজধানী পাড়ি দিলেন। আগামিকাল, রবিবার দিনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক। সেই বৈঠকেই অংশ নিতে দিল্লি গেলেন দিলীপ ঘোষ। দুই দিনের কেন্দ্রীয় কমিটির বৈঠক রয়েছে দিল্লিতে। রবিবার কার্যকারিণী সমিতির বৈঠক রয়েছে। সেখানে জাতীয় কমিটির সদস্যরাও বৈঠকে থাকবেন। একাধিক কেন্দ্রীয় কমিটির সদস্য তথা কেন্দ্রীয় মন্ত্রীরাও থাকবেন সেখানে। যদিও এই বৈঠক ভার্চুয়ালি হবে। রাজ্য থেকে অংশ নেবেন দলের অধিকাংশ সদস্য।

তবে বাংলার নেতাদের জন্য এই বৈঠক খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ, উৎসবের মরশুমে পরপর জোড়া ধাক্কায় বেসামাল বঙ্গ বিজেপি। দুর্গা পুজোর আগে ভবানীপুর উপনির্বাচন সহ দুই কেন্দ্রে নির্বাচন এবং কালীপুজোর আগে ৪ কেন্দ্রের উপ নির্বাচনে ভরাডুবি হয়েছে গেরুয়া শিবিরের। রাজ্যের প্রধান বিরোধী দল হওয়া সত্ত্বেও একাধিক প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। একুশের বিধানসভা নির্বাচনে নিজেদের জেতা আসন ধরে রাখতে ব্যর্থ। উপনির্বাচনের এই ব্যর্থতা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে। সেক্ষেত্রে দিল্লি হাইকমান্ডের কাছে ধমক খেতে পারেন বঙ্গ বিজেপি নেতারা।

বিধানসভা ভোটের পর রাজ্য শীর্ষ নেতৃত্বের ওপর ক্ষোভ উগরে বেসুরো একাধিক নেতা, বিধায়ক, সাংসদ, অনেকে দল ছেড়েছেন। অনেকের দল ছাড়ার সময় অপেক্ষা। সবমিলিয়ে দিল্লি বৈঠকের আগে চরম অস্বস্তিতে বঙ্গ বিজেপির নেতারা।

আরও পড়ুন:ইন্দিরাজির পুত্র ছিলেন সুব্রতদা

 

spot_img

Related articles

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...

বাংলা ভাষার অপমান মানব না, সরব গর্বিত বাঙালি ঋতুপর্ণা

বিজেপি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ক্রমাগত বাংলা ভাষার অপমানে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা ও বাঙালির...