Sunday, August 24, 2025

ত্রিপুরায় তৃণমূল প্রার্থীর বাবাকে অপহরণ, লাগামহীন সন্ত্রাসের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Date:

পুরভোট ঘোষণার পর থেকেই ত্রিপুরায় বিজেপির বেনজির সন্ত্রাস। আগরতলা পুরনিগমে সব আসনে প্রার্থী দিলেও জেলার পুরসভাগুলিতে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার তাগিদে লাগামহীন গেরুয়া অত্যাচার শুরু হয়েছে। নীরব পুলিশ। ঠুঁটো জগন্নাথ রাজ্য নির্বাচন কমিশন।

এবার ত্রিপুরায় পুরভোটের তৃণমূল প্রার্থীর বাবাকে অপহরণের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বহু জায়গায় প্রার্থীকে ভয় দেখানো হচ্ছে। করা হচ্ছে লুঠপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ। যেখানে খুব বেশি সুবিধা করা যাচ্ছে না, সেখানে আবার টাকার প্রলোভন দেখিয়ে তৃণমূল প্রার্থীদের মনোনয়ন তুলে প্রত্যাহারে বাধ্য করা হচ্ছে।

অনেক জায়গায় আবার প্রার্থীদের পরিবারের উপর হামলা চালানো হচ্ছে। বিলোনীয় পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী দোলন দাসের বাবাকে অপহরণ করা হয়েছে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ। দোলন দাসের বাবা শ্যামল দাসকে কয়েকজন দুষ্কৃতী অপহরণ করেছে। ফোন করলেও কথা বলতে দেওয়া হচ্ছে না। উলটে চাপ দেওয়া হচ্ছে। দুষ্কৃতীরা বলেছে, দোলন দাস প্রার্থীপদ প্রত্যাহার করলেই শ্যামলবাবুকে মুক্তি দেওয়া হবে। এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু কোনও পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন।

এই প্রসঙ্গে ত্রিপুরার তৃণমূল নেতা আশিসলাল সিংয়ের অভিযোগ, “গোটা ত্রিপুরাজুড়ে সন্ত্রাসের বাতাবরণ। তৃণমূল প্রার্থীদের প্রার্থীপদ তুলে নিতে বাধ্য করা হচ্ছে। টাকার প্রলোভন দেখানোর পাশাপাশি ভয়ও দেখানো হচ্ছে। এমনকী, পরিবারের লোকেদেরও অপহরণ করা হচ্ছে। এ রাজ্যে কোথাও গণতন্ত্র নেই। পুলিশে অভিযোগ করেন লাভ হচ্ছে না।”

আরও পড়ুন- প্রয়াত পঞ্চায়েত মন্ত্রীর সম্পর্কে রূপার কুৎসিত মন্তব্যকে সমর্থন তথাগতর!

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version