Saturday, November 8, 2025

ছোট থেকেই মেধাবী ছাত্র। রাজনৈতিক পরিসরে বড় হয়ে ওঠা। তাই পড়াশুনায় মনোযোগী হওয়ার পাশাপাশি রাজনীতিতেও ছিল প্রবল আগ্রহ। অনেক বই পড়তেন। নিজের মতো করে রাজনীতির পাঠ নিতেন।

২০১২ সালে সক্রিয় রাজনীতিতে আত্মপ্রকাশ। ২০১৪ সালে প্রথমবার সাংসদ পদের প্রার্থী হওয়া। এবং ডায়মন্ড হারবার থেকে জিতে সংসদে পা রাখা| এরপরই ম্যান মানেজমেন্টের দিকে নজর দেন | ধীরে ধীরে যুবর দায়িত্ব পান | ২০১৯ সালে দলের কঠিন অবস্থার পর নিজের কাঁধে দায়িত্ব অনেকটাই নিয়ে নেন | ২০২১-এর বিধানসভা নির্বাচনে তিনিই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সেনাপতি।

তৃতীয়বার মা-মাটি-মানুষ সরকার গঠনের পর জাতীয় স্তরে দলের সংগঠনের দায়িত্ব তাই সেনাপতির কাঁধে তুলে দিয়েছেন দলনেত্রী। ত্রিপুরা থেকে গোয়া কিংবা উত্তরপ্রদেশ, দলের সংগঠন বিস্তারের তিনি এগিয়ে চলেছেন। এই মুহূর্তে ভারতীয় রাজনীতিতে এক আলোচ্য নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক |

আজ, ৭ নভেম্বর অভিষেকের জন্মদিন। সকাল থেকেই তৃণমূল কর্মী-সমর্থক ও অভিষেকের অনুগামীরা কেক কেটে লড়াকু সৈনিকের জন্মদিন পালন করেন। সোশ্যাল মিডিয়াতেও শুভেচ্ছার বন্যা। কালীঘাটে তাঁর দফতরের সামনে ভিড় জমান ছাত্র-যুবরা। একটা সময় অভিষেক তাঁদের মাঝে আসেন। জন্মদিনে প্রিয় নেতাকে কয়েক মুহূর্তের জন্য কাছে পেয়ে উচ্ছ্বসিত সকলে। শুভেচ্ছার জোয়ারে ভাসিয়ে দেন তাঁদের যুবরাজকে।

যদিও অভিষেক চাননি তাঁর জন্মদিন নিয়ে বেশি মাতামাতি হোক। কারণ, একদিকে করোনার চোখ রাঙানি থেকে এখনও সম্পূর্ণ মুক্ত নয় রাজ্যবাসী, অন্যদিকে দলের বর্ষীয়ান নেতা তথা মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের সদ্য প্রয়াণের শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি তৃণমূল কংগ্রেস পরিবার। তবুও অনুগামীদের প্রবল আবদারে কয়েক মিনিট তাঁদের মধ্যে এসে শুভেচ্ছা গ্রহণ করেন অভিষেক।

এদিন সন্ধ্যার পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অভিষেক লেখেন, “আমার জন্মদিনে আজ যাঁরা শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন, তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনাদের ভালোবাসায় আমি আপ্লুত। সবার আশীর্বাদই আগামীদিনে আমার পথ চলার প্রেরণা। সুরক্ষিত, সমৃদ্ধশালী ও মঙ্গলময় হয়ে উঠুক সবার জীবন।”

আরও পড়ুন- কোনও হিংসা হয়নি, মিথ্যা রটাচ্ছে বিজেপি: দিল্লিতে বিজেপির অভিযোগের পাল্টা সৌগত

 

 

Related articles

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...
Exit mobile version