Monday, August 25, 2025

কোনও হিংসা হয়নি, মিথ্যা রটাচ্ছে বিজেপি: দিল্লিতে বিজেপির অভিযোগের পাল্টা সৌগত

Date:

“মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পর ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেনি রাজ্যে। বিজেপি(BJP) মিথ্যা কথা রটাচ্ছে।” ঠিক এই ভাষাতেই দিল্লিতে কর্মসমিতির বৈঠকে ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপির অভিযোগের পাল্টা দিলেন তৃণমূল(TMC) সাংসদ সৌগত রায়(sougata Roy)।

রবিবার শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে দিল্লিতে কর্মসমিতির বৈঠকের ছিল বিজেপির। সেখানে বাংলার রাজনৈতিক অশান্তি, হিংসার মতো বিষয়কে বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়। এবং এই ইস্যুগুলিকে হাতিয়ার করেই ভবিষ্যতে বিজেপি বাংলার মাটিতে লড়াই করবে, এমনই বার্তা দেন কেন্দ্রীয় নেতারা। পরিসংখ্যান তুলে ধরে জানানো হয়, বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর থেকে রাজ্যে রাজনৈতিক হিংসায় ৫৫ জনেরও বেশি বিজেপি কর্মী খুন হয়েছেন। প্রধান বিরোধী দল হওয়ার পর এমনই ‘শাস্তি’ জুটছে বলে অভিযোগে সরব হন সুকান্ত মজুমদাররা। তবে এই অভিযোগ পুরোপুরি মিথ্যা রটনা বলে পাল্টা তোপ দাগলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

আরও পড়ুন:কুকুর মরলে দিল্লির নেতাদের শোকবার্তা, অথচ ৬০০ কৃষকের মৃত্যুতেও নীরব: সত্যপাল

এদিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌগত বলেন, “বিজেপি বলে দিলেই তো আর হবে না, যেটা হয়নি সেটা নিয়ে মিথ্যা রটানো হচ্ছে। তৃণমূলের কতজন মারা গেছে আহত হয়েছে সেটা দেখা উচিত। বিজেপি বাংলায় যে প্ররোচনা রাজনীতি করেছিল তার জন্যই হিংসা হয়েছিল। আমরা কখনই সেটাকে সমর্থন করিনি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পর রাজ্যে আর কোনরকম হিংসার ঘটনা ঘটেনি। যে কথা বলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা।”

পাশাপাশি ওই বৈঠকে করোনা ভ্যাকসিনের ক্ষেত্রে বাংলায় বেছে বেছে তৃণমূল কর্মীদের ভ্যাকসিন দেওয়ার যে অভিযোগ তোলা হয় সে প্রসঙ্গে সৌগত বলেন, “ভ্যাকসিন প্রসঙ্গে যে কথা বলা হয়েছে সেটাও অসত্য। ওরা যে ভ্যাকসিন দিয়েছে রাজ্য সরকারকে, সেটাকে পরিকল্পনামাফিক পঞ্চায়েত এবং পৌরসভার মাধ্যমে দেওয়া হয়েছে। কোনরকম দলবাজি করার এখানে প্রশ্নই নেই, মুখ্যমন্ত্রীও সেটা চাননি।”

 

Related articles

BIG EXCLUSIVE: ‘ধূমকেতু’ সিনেমায় নায়িকাবদল, কার বদলে এলেন শুভশ্রী?

কাশীরাম দাস দেব-শুভশ্রী (Dev-Shubhashree) জুটি নিয়ে এই বিপুল প্রমোশন। 'ধূমকেতু' ছবির তুরুপের তাস এই দে-শু জুটির প্রত্যাবর্তন। অথচ, বিস্ফোরক...

দক্ষিণে বিজেপি বিরোধী রঙ বদলে দেবেন থালাপতি

মোদি ফ্যাসিবাদী। আমাদের রাজনৈতিক শত্রু হল বিজেপি। তামিলরা এই দলটার পাশে থাকবে না। বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।২১ অগাস্ট। মাদুরাইতে অভিনেতা...

মহারাষ্ট্র পুলিশের বেপরোয়া অত্যাচার! প্রাণ গেল আরও এক বাংলার শ্রমিকের

মাত্র চার দিনে মহারাষ্ট্র পুলিশের এত অত্যাচার যে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বাংলার পরিযায়ী শ্রমিক গোলাম মন্ডলকে। কিছুটা...

পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

একটি ট্রাক্টরে একসঙ্গে ৬১ জন। সকলেই পুণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে রাজস্থানে পুণ্য লাভের আশায় যাওয়ার পথে ট্রাক্টরে ট্রাকের...
Exit mobile version