দিনহাটায় আক্রান্ত তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান

দিনহাটায় (Dinhata) আক্রান্ত তৃণমূলের (Trinamool Congress) পঞ্চায়েত উপপ্রধান। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে মারধরের অভিযোগ উঠল বিজেপির (BJP) বিরুদ্ধে। দিনহাটার সিতাই-এর পেটলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বণিক রায়কে (Banik Roy) মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। আহত বণিক রায় দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালের বেডে শুয়ে বণিক রায় জানান, এদিন বাড়ির সামনে ক্লাব থেকে তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় ক্লাবের পিছনে ফাঁকা মাঠ থেকে তিনটি বাইকে করে দুষ্কৃতী এসে তার উপর আক্রমণ করা হয়। জয়ন্ত বর্মন নামে এক বিজেপি কর্মী সহ কয়েকজন তাকে মারধর করে। এর আগেও তাকে আক্রমণ করা হয়েছিল। বিজেপির দাবি নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বকে চাপা দেওয়ার জন্য বিজেপিকে দোষারোপ করা হচ্ছে। এই ঘটনার সাথে বিজেপির কোন সম্পর্ক নেই।

আরও পড়ুন-বিনামূল্যে রেশন বন্ধের পথে কেন্দ্র! গরিব মানুষের হয়ে মোদিকে চিঠি সৌগতর

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযোগ বিদ্যুতের খুটিতে আলো লাগানোকে কেন্দ্র করে উপপ্রধানের সঙ্গে বচসাতে জড়িয়েছিল গ্রামের একাংশ। এর আগেও তিনি আক্রান্ত হয়েছিলেন বলে অভিযোগ। ফের শনিবার রাতে একদল যুবক বাইক চেপে এসে তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

Previous articleপথকুকুরদের খাওয়াতে গিয়ে ‘আক্রান্ত ’ মহিলা আইনজীবী! কাঠগড়ায় সেই খোকন
Next articleকরোনার বিরুদ্ধে লড়াই শেষ হয়নি, জগদ্ধাত্রীপুজোতেও সতর্ক থাকুন: চন্দ্রিমা