Wednesday, August 27, 2025

বিনামূল্যে রেশন বন্ধের পথে কেন্দ্র! গরিব মানুষের হয়ে মোদিকে চিঠি সৌগতর

Date:

ফের কেন্দ্রের জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ তৃণমূলের। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে চিঠি লিখলেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যেতে পারে কেন্দ্রের বিনামূল্যে রেশন পরিষেবা। এর বিরুদ্ধে সরব বিরোধীরা। প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার রেশন বন্ধ না করার দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি দিলেন তৃণমূল (Tmc) সাংসদ। আগামী ছমাস কেন্দ্রীয় রেশন ব্যবস্থা চালু করে রাখা হোক বলে দাবি জানান তৃণমূল সাংসদ। কারণ দেশের বিভিন্ন প্রান্তে এখনও করোনা অতিমারি রয়েছে। কেন্দ্রের বিনামূল্যে রেশন পরিষেবা বন্ধ হলে করোনার জন্যে যাঁরা আর্থিক ভাবে সমস্যার সম্মুখীন হয়েছেন, তাঁদের জন্যে এই রেশন চালু করার জানানো হয় চিঠিতে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সৌগত।

করোনা পরিস্থিতিতে গত বছর এপ্রিল মাস থেকে দেশজুড়ে ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’  নামে বিনামূল্যে রেশন পরিষেবা চালু হয়। এই প্রকল্পের অধীন দেশে প্রায় ৮০ কোটি মানুষকে বিনামূল্যে মাসিক ৫ কিলোগ্রাম খাদ্যশস্য দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে গরিব মানুষের খাদ্যাভাসের কথা মাথায় রেখে মাসে দু কেজি চাল এবং তিন কেজি গম দেওয়া হয়। এই প্রকল্পের মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। তাহলে, পয়লা ডিসেম্বর থেকে কী হবে? রেশনে কেন্দ্রের দেওয়া বিনামূল্যে চাল-গম পাওয়া যাবে? এই প্রশ্নের মধ্যেই কেন্দ্রীয় খাদ্যসচিব সুধাংশু পাণ্ডের জানান, দেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াচ্ছে। খোলা বাজারে খাদ্যশস্য বিক্রি হচ্ছে। ফলে এই প্রকল্পের মেয়াদ আর বৃদ্ধির কোনও প্রস্তাব আসেনি।

আরও পড়ুন-“দল ছাড়তে পারলে সব গুপ্ত কথাই ফাঁস করতাম”, ফের দিলীপকে কটাক্ষ তথাগতর

কেন্দ্র এ প্রকল্প আনুষ্ঠানিকভাবে বন্ধের ঘোষণা না করলেও, একাধিক রাজ্য তাদের নিজেদের খরচে এই প্রকল্প চালিয়ে নিয়ে যাবে বলে ঘোষণা করেছে। আগেই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিনামূল্যে বাড়ি বাড়ি গিয়ে ‘দুয়ারে রেশন’ প্রকল্প চালু করা হবে। দীর্ঘদিন ধরেই গণবন্টন ব্যবস্থার সঙ্গে যুক্ত সৌগত রায়। সংসদীয় কমিটিতেও তিনি অনেক বার গণবন্টন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version