এক বন্দির মৃত্যুতে তুমুল উত্তেজনা ছড়াল ফারুকাবাদ জেলে (Jail)। ওই জেলের আবাসিক ২৯ বছরের সন্দীপ যাদব (Sandip Yadab) জেল হাসপাতালে মারা যান তিনি রবিবার সকালে সে খবর জানতে পারার পর এই জেলের মধ্যে তুমুল হাঙ্গামা করেন আবাসিকরা। কারারক্ষী এমনকী উচ্চপদস্থ আধিকারিকদের দিকে পাথর ছোড়া হয়। জেলের আসবাবপত্র ভাঙচুর করা হয়। বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। জেলার অখিলেশ কুমার এবং ডেপুটি জেলার শৈলেশ সনকার দু’জনকেই মারধর করা হয় বলে অভিযোগ। বন্দিরা তাঁদের মোবাইল ফোন কেড়ে নেন। ঘটনায় ৩০ জন আহত হয়েছেন।
আরও পড়ুন-ভার্চুয়ালি বিজেপির কর্মসমিতির বৈঠকে যোগ দিলেন আদবানি-যোশী
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাইরে থেকে প্রচুর পুলিশকর্মী জেলে যায়। যিন জেলার ডিএমএসপি। সূত্রের খবর, সন্দীপ যাদবের মৃত্যুর পরেই চূড়ান্ত বিক্ষোভে ফেটে পড়েন বন্দিরা। জেলের ভেতর থেকে গুলির শব্দ শোনা গিয়েছে বলেও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। যদিও ঘটনা নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি কোন পক্ষই।