Friday, December 19, 2025

কোনও হিংসা হয়নি, মিথ্যা রটাচ্ছে বিজেপি: দিল্লিতে বিজেপির অভিযোগের পাল্টা সৌগত

Date:

Share post:

“মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পর ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেনি রাজ্যে। বিজেপি(BJP) মিথ্যা কথা রটাচ্ছে।” ঠিক এই ভাষাতেই দিল্লিতে কর্মসমিতির বৈঠকে ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপির অভিযোগের পাল্টা দিলেন তৃণমূল(TMC) সাংসদ সৌগত রায়(sougata Roy)।

রবিবার শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে দিল্লিতে কর্মসমিতির বৈঠকের ছিল বিজেপির। সেখানে বাংলার রাজনৈতিক অশান্তি, হিংসার মতো বিষয়কে বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়। এবং এই ইস্যুগুলিকে হাতিয়ার করেই ভবিষ্যতে বিজেপি বাংলার মাটিতে লড়াই করবে, এমনই বার্তা দেন কেন্দ্রীয় নেতারা। পরিসংখ্যান তুলে ধরে জানানো হয়, বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর থেকে রাজ্যে রাজনৈতিক হিংসায় ৫৫ জনেরও বেশি বিজেপি কর্মী খুন হয়েছেন। প্রধান বিরোধী দল হওয়ার পর এমনই ‘শাস্তি’ জুটছে বলে অভিযোগে সরব হন সুকান্ত মজুমদাররা। তবে এই অভিযোগ পুরোপুরি মিথ্যা রটনা বলে পাল্টা তোপ দাগলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

আরও পড়ুন:কুকুর মরলে দিল্লির নেতাদের শোকবার্তা, অথচ ৬০০ কৃষকের মৃত্যুতেও নীরব: সত্যপাল

এদিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌগত বলেন, “বিজেপি বলে দিলেই তো আর হবে না, যেটা হয়নি সেটা নিয়ে মিথ্যা রটানো হচ্ছে। তৃণমূলের কতজন মারা গেছে আহত হয়েছে সেটা দেখা উচিত। বিজেপি বাংলায় যে প্ররোচনা রাজনীতি করেছিল তার জন্যই হিংসা হয়েছিল। আমরা কখনই সেটাকে সমর্থন করিনি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পর রাজ্যে আর কোনরকম হিংসার ঘটনা ঘটেনি। যে কথা বলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা।”

পাশাপাশি ওই বৈঠকে করোনা ভ্যাকসিনের ক্ষেত্রে বাংলায় বেছে বেছে তৃণমূল কর্মীদের ভ্যাকসিন দেওয়ার যে অভিযোগ তোলা হয় সে প্রসঙ্গে সৌগত বলেন, “ভ্যাকসিন প্রসঙ্গে যে কথা বলা হয়েছে সেটাও অসত্য। ওরা যে ভ্যাকসিন দিয়েছে রাজ্য সরকারকে, সেটাকে পরিকল্পনামাফিক পঞ্চায়েত এবং পৌরসভার মাধ্যমে দেওয়া হয়েছে। কোনরকম দলবাজি করার এখানে প্রশ্নই নেই, মুখ্যমন্ত্রীও সেটা চাননি।”

 

spot_img

Related articles

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...