Saturday, August 23, 2025

কোনও হিংসা হয়নি, মিথ্যা রটাচ্ছে বিজেপি: দিল্লিতে বিজেপির অভিযোগের পাল্টা সৌগত

Date:

Share post:

“মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পর ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেনি রাজ্যে। বিজেপি(BJP) মিথ্যা কথা রটাচ্ছে।” ঠিক এই ভাষাতেই দিল্লিতে কর্মসমিতির বৈঠকে ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপির অভিযোগের পাল্টা দিলেন তৃণমূল(TMC) সাংসদ সৌগত রায়(sougata Roy)।

রবিবার শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে দিল্লিতে কর্মসমিতির বৈঠকের ছিল বিজেপির। সেখানে বাংলার রাজনৈতিক অশান্তি, হিংসার মতো বিষয়কে বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়। এবং এই ইস্যুগুলিকে হাতিয়ার করেই ভবিষ্যতে বিজেপি বাংলার মাটিতে লড়াই করবে, এমনই বার্তা দেন কেন্দ্রীয় নেতারা। পরিসংখ্যান তুলে ধরে জানানো হয়, বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর থেকে রাজ্যে রাজনৈতিক হিংসায় ৫৫ জনেরও বেশি বিজেপি কর্মী খুন হয়েছেন। প্রধান বিরোধী দল হওয়ার পর এমনই ‘শাস্তি’ জুটছে বলে অভিযোগে সরব হন সুকান্ত মজুমদাররা। তবে এই অভিযোগ পুরোপুরি মিথ্যা রটনা বলে পাল্টা তোপ দাগলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

আরও পড়ুন:কুকুর মরলে দিল্লির নেতাদের শোকবার্তা, অথচ ৬০০ কৃষকের মৃত্যুতেও নীরব: সত্যপাল

এদিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌগত বলেন, “বিজেপি বলে দিলেই তো আর হবে না, যেটা হয়নি সেটা নিয়ে মিথ্যা রটানো হচ্ছে। তৃণমূলের কতজন মারা গেছে আহত হয়েছে সেটা দেখা উচিত। বিজেপি বাংলায় যে প্ররোচনা রাজনীতি করেছিল তার জন্যই হিংসা হয়েছিল। আমরা কখনই সেটাকে সমর্থন করিনি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পর রাজ্যে আর কোনরকম হিংসার ঘটনা ঘটেনি। যে কথা বলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা।”

পাশাপাশি ওই বৈঠকে করোনা ভ্যাকসিনের ক্ষেত্রে বাংলায় বেছে বেছে তৃণমূল কর্মীদের ভ্যাকসিন দেওয়ার যে অভিযোগ তোলা হয় সে প্রসঙ্গে সৌগত বলেন, “ভ্যাকসিন প্রসঙ্গে যে কথা বলা হয়েছে সেটাও অসত্য। ওরা যে ভ্যাকসিন দিয়েছে রাজ্য সরকারকে, সেটাকে পরিকল্পনামাফিক পঞ্চায়েত এবং পৌরসভার মাধ্যমে দেওয়া হয়েছে। কোনরকম দলবাজি করার এখানে প্রশ্নই নেই, মুখ্যমন্ত্রীও সেটা চাননি।”

 

spot_img

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...