কড়া নাড়ছে শীত!পরিযায়ী পাখিদের চোরাশিকারিদের কবল থেকে বাঁচাতে উদ্যোগী পশুপ্রেমীরা

0
1

শীত আসছে। আর ক’দিন পরেই ভিড় জমাবে পরিযায়ী পাখি। কিন্তু মালদহে ক্রমেই বাড়ছে পাখিশিকার। পাশাপাশি বিলুপ্তির পথে একাধিক প্রজাতির পাখি। এহেন ঘটনায় ক্ষুব্ধ জেলার পশুপ্রেমীরা। বাসিন্দাদের কথায় অতিমারী পর্ব থেকেই পাখি শিকারের প্রবণতা বেড়েছে। মালদহের পঞ্চানন্দপুর, হবিবপুর, হরিশচন্দ্রপুর এলাকায় পরিযায়ী পাখি শিকারে মত্ত হয়ে ওঠে একদল চোরাশিকারি। চেষ্টা করেও তাঁদের ধরা যাচ্ছেনা।

 

আরও পড়ুন:মাহেশে জগন্নাথ মন্দিরের নবরূপ, মঙ্গলে ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

দীর্ঘদিন লকডাউন থাকায় অনেকে পেটের তাগিদে বা কেউ কেউ সুস্বাদু মাংসের লোভে বিভিন্ন প্রজাতির পাখি শিকার করেছে। এতে বিলুপ্তির পথে একাধিক প্রজাতির পাখি। পাখির মাংস সুস্বাদু হওয়ায় চোরাশিকারিদের লোভ বেড়েছে। এমনকি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে চলছে পাচার কাজও। পাখি শিকার যে ঘোর বেআইনি কাজ, তা মানতে নারাজ এই সব চোরাশিকারিরা।

শীতের শুরুতেই বিভিন্ন পরিযায়ী পাখি গ্রামগঞ্জের খাল-বিল, পুকুর ও জলাশয়ে আসে। জেলার এক পশুপ্রেমী জানান, অবিলম্বে পাখি শিকার বন্ধ করা হোক। এ নিয়ে আমরা শিগগিরই প্রশাসনের দ্বারস্থ হতে চলেছি। আমাদের দাবি তাঁদের কাছে পৌঁছে দেব। পাখির চোরাশিকার বন্ধ করতে উদ্যোগ নিতে হবে প্রশাসনকেই।