সুব্রত মুখোপাধ্যায়কে নিয়ে রূপার বিতর্কিত মন্তব্যের জবাব দিলেন অনুব্রত

রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) প্রয়াণের পরে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি (Roopa Ganguly)। এনিয়ে সমালোচনার ঝড় উঠেছিল রাজ্য রাজনীতিতে। এবার সেই মন্তব্যের জন্য রুপা গঙ্গোপাধ্য়ায়কে তীব্র কটাক্ষ করলেন অনুব্রত মণ্ডল।

রবিবার বোলপুরের বাহিরগ্রামে একটি ফুটবল ম্যাচের প্রধান অতিথি হিসেবে যোগ দেন অনুব্রত। সেখানে রূপার মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি টুইটটা দেখেছি। আমি জানি না রূপা গঙ্গোপাধ্যায়ের মা, বাবা বেঁচে আছেন কি না। সুব্রত মুখোপাধ্যায় ওঁর বাবার তুল্য। মানুষ খারাপ হলেও, মারা গেলে তাঁকে খারাপ বলে না। আমার মনে হয়, ওঁর অভ্যাস হয়ে আছে। ওর মা-বাবা যখন মারা যায়, তখন ওর মা-বাবাকে খারাপ বলেছিল। সেই ভাষাটা ঠোঁটে লেগে আছে। মুখস্থ হয়ে আছে।’

পাশাপাশি, অন্যদিকে, কেন্দ্রের রেশন বন্ধ করা নিয়েও মোদি সরকারকে নিশানা করেন অনুব্রত। তিনি বলেন, অনেক আগেই কেন্দ্র রেশন বন্ধ করে দিয়েছে। আরও অনেক কিছুই বন্ধ করে দেবে।

আরও পড়ুন- একডালিয়া এভারগ্রিনের নাম হচ্ছে “সুব্রত ভবন”, বসছে প্রাণ পুরুষের পূর্ণাবয়ব মূর্তি

 

 

Previous articleশেওড়াফুলির বস্তার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড
Next articleমার্লিনের সেরা পুজোয় আনন্দের ঢল