Thursday, November 6, 2025

প্রেমিকার সঙ্গে ব্রেকআপ ; দুই সন্তানের জনক প্রেমিকের আত্মহত্যা

Date:

খায়রুল আলম, ঢাকা

প্রেমিকার সঙ্গে ‘ব্রেকআপ’ (Break up ) হওয়ায় বিল্লাল হোসেন (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনার পর তার কথিত প্রেমিকাও (২০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান বলে জানা গেছে।

শনিবার (৬ নভেম্বর) রাতে যশোর শহরের খড়কী শাহ আব্দুল করিম রোড এলাকায় এই ঘটনা ঘটে। ওই নারী যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানায়, দুই সন্তানের জনক বিল্লাল মুরগির ব্যবসা করতেন। তার সঙ্গে এলাকার এক নারীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল।
শনিবার সকালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এই ঘটনায় বিল্লাল রাত সাড়ে ৭টার দিকে ঘরের আড়াতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। লাশ যশোর জেনারেল হাসপাতালে রয়েছে। এই ঘটনা জানতে পেরে রাত ১২টার দিকে গলায় ফাঁস দেন ওই তরুণী। তবে বাড়ির লোকজন টের পেয়ে তাকে দ্রুত নামিয়ে হাসপাতালে ভর্তি করেন।

বিল্লালের বড়ভাই কালাম শেখ জানান, প্রেমের ফাঁদে ফেলে বিল্লালের কাছ থেকে বেশকিছু টাকা হাতিয়ে নিয়েছেন ওই তরুণী। গতকাল তাদের মধ্যে ঝামেলা হয়। এরপর টাকা ফেরৎ না পেয়ে রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বিল্লাল।

হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণী বলেন, ‘বিল্লাল আমাকে ভালবাসতো। কিন্তু আমি তাকে পাত্তা দিতাম না। গতকাল সে আত্মহত্যা করে। এরপর থেকে তার স্বজনরা আমাকে দুষছেন। আমাকে অকথ্য ভাষায় গালিগালাজও করেছেন। সে কারণে আমি আত্মহত্যার চেষ্টা করি।’

বিল্লালের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, এসব মিথ্যা। তার কাছ থেকে কোনও টাকা-পয়সা নেওয়ার প্রশ্নই আসে না।

ওই তরুণীর বড়বোন বলেন, ‘বিল্লাল তাকে একতরফা ভালবাসতো। প্রায়ই বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো। আমার বোনেরও স্বামী-সন্তান রয়েছে। বিল্লালেরও দুটি সন্তান রয়েছে। তাকে কয়েক দফা বুঝিয়েছি। কিন্তু সে কথা শোনেনি।’

Related articles

KIFF: কেউ নস্টালজিক, কারোর নজরে বিশ্বের সিনেমা – চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে খোশমেজাজে তারকারা

অপেক্ষার অবসানে শুরু হল ৩১-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫ (31st Kolkata International Film Festival)। বৃহস্পতিবার আলিপুরের ধনধান্য...

কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে ঋত্বিক-উত্তম স্মরণ সৌরভের

ক্রিকেটের ২২ গজ হোক বা আন্তর্জাতিক চলচ্চিত্র উতসবের মঞ্চ সর্বত্রই সাবলীল সৌরভ গঙ্গোপাধ্যায়sourav ganguly)। বৃহসস্পতিবার সিনেমা জগতের তারকাদের...

SSC-র একাদশ-দ্বাদশের ফলপ্রকাশ শুক্রবার, রাত ৮ টার পরে কমিশনের ওয়েবসাইটে রেজাল্ট 

শুক্রবার প্রকাশিত হতে চলেছে এসএসসির একাদশ ও দ্বাদশ শ্রেণির ফলাফল। রাত আটটার পরে কমিশনের ওয়েবসাইটে ফলাফল দেখতে পাবেন...

সুন্দর জয়ের মধ্যেও চিন্তার কারণ ব্যাটিং, সিরিজে এগিয়ে গেল ভারত

চতুর্থ টি২০(T20) ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৮ রানে জিতল ভারত(India)। সিরিজে ২-১ ফলে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। শেষ টি২০...
Exit mobile version