Saturday, August 23, 2025

আলিমুদ্দিনে সূর্য বিদায় নিশ্চিত, CPM রাজ্য সম্পাদকের দৌড়ে সেলিম-শ্রীদীপ

Date:

রক্তক্ষরণ অব্যাহত। একের পর এক নির্বাচনে গো-হারা। জামাতন বাজেয়াপ্ত কার্যত অভাস্যে পরিণত হয়েছে। সংগঠন তলানিতে। নতুন প্রজন্মও অপ্রাসঙ্গিক। শরিকদের সঙ্গেও বাড়ছে তিক্ততা। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আলিমুদ্দিনে পরিবর্তন প্রায় নিশ্চিত। সরছেন সূর্য, কিন্তু কে হবেন তাঁর বিকল্প? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বঙ্গ সিপিএমে।

 

আরও পড়ুন:সুব্রতর পঞ্চায়েত, অমিতের অর্থ দফতরের দায়িত্বে কারা? মঙ্গলে মন্ত্রিসভা বৈঠকের আগে তুঙ্গে জল্পনা

আগামী ফেব্রুয়ারিতে সিপিএমের রাজ্য সম্মেলনে দলের রাজ্য সম্পাদক পদে বদল হতে চলেছে। রাজ্য সম্পাদকের পদ থেকে কার্যত “অপসারিত” হতে চলেছেন চরম ব্যর্থ সূর্যকান্ত মিশ্র। আলিমুদ্দিন সূত্রে খবর, পরবর্তী রাজ্য সম্পাদক পদের দৌড়ে এগিয়ে রয়েছে মহম্মদ সেলিম ও শ্রীদীপ ভট্টাচার্য।

সিপিএমের সাংগঠনিক রীতি অনুযায়ী, বড় কোনও রাজ্যে সাধারণত সম্পাদক পদে বসানো হয়, পলিটবুরোয় বা কেন্দ্রীয় কমিটির সিনিয়র কোনও সদস্যকে। সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদককের পদে মহম্মদ সেলিমের আসা শুধু সময়ের অপেক্ষা। সিপিএমের রাজ্য সম্পাদক পদে তিনিই হবেন প্রথম সংখ্যালঘু মুখ। লোকসভা ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ হওয়ার অভিজ্ঞতাও রয়েছে সেলিমের। যুব সংগঠন করে উঠে আসা সেলিম সুবক্তা বলেও পরিচিত।
তবে গত বিধানসভা নির্বাচনে দলের একটি বড় অংশের বিরুদ্ধে গিয়ে আব্বাস সিদ্দিকির আইএসএফ-এর সঙ্গে জোট বেঁধে কার্যত দলকে ডুবিয়ে ছিলেন সেলিম। সিপিএমের মধ্যেই এই বিষয়টি নিয়ে অনেক সেলিম বিরোধী তৈরি হয়েছে। রাজ্য নেতাদের একটি প্রভাবশালী অংশ সেলিম “ধর্ম নিরপেক্ষ” কিনা তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন।
তাই শেষ পর্যন্ত বিতর্কের জেরে সেলিমের রাস্তা বন্ধ হয়ে গেলে শ্রীদীপ ভট্টাচার্য-এর মতো নেতার দায়িত্ব পাওয়ার সম্ভাবনা প্রবল। শ্রীদীপবাবু কেন্দ্রীয় কমিটির বৈঠকে বাংলার হয়ে নিয়মিত বক্তা, পার্টি ক্লাসের পরিচিত মুখ। তবে সংগঠনের গণ্ডির বাইরে তাঁর তেমন পরিচিতি নেই। সংসদীয় রাজনীতিতেও তিনি পা দেননি।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version