Monday, August 25, 2025

প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না লখিমপুর হত্যাকাণ্ডের তদন্ত: মন্তব্য অসন্তুষ্ট সুপ্রিম কোর্টের 

Date:

সঠিক গতিতে এগোচ্ছে না। লখিমপুর-খেরি কৃষক হত্যা মামলার তদন্ত। শুনানিতে তীব্র অসন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের (Supreme Court)।আদালতের মন্তব্য, প্রত্যাশিত গতিতে মামলার তদন্ত এগোচ্ছে না। সুপ্রিম কোর্ট, হাইকোর্টের প্রাক্তন বিচারপতির তত্ত্বাবধানে ওই মামলার তদন্তের পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত। একই সঙ্গে শুক্রবারের মধ্যে উত্তর প্রদেশ সরকারকে অবস্থান স্পষ্ট করতে বলেছে।

৩ অক্টোবর লখিমপুরে (Lakhimpur) কৃষকদের বিক্ষোভের সময় কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়ির পিষে দেয় চার কৃষককে। এক সাংবাদিক-সহ আটজনের মৃত্যু হয়। প্রধান বিচারপতি এনভি রামানা, বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি হিমা কোহলির বেঞ্চ উত্তরপ্রদেশ সরকারের পক্ষে উপস্থিত সিনিয়র আইনজীবী হরিশ সালভে এবং গরিমা প্রসাদকে শুক্রবারের মধ্যে এই বিষয়ে তাদের জবাব দাখিল করার নির্দেশ দিয়েছে। বেঞ্চ পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রাকেশ কুমার জৈন বা বিচারপতি রঞ্জিত সিং-এর তত্বাবধানে, চার্জশিট দাখিল করা পর্যন্ত তদন্ত তদারকি করার পরামর্শ দিয়েছে। সোমবার, মামলার রিপোর্ট (Report) যাচাই করে প্রধান বিচারপতির বেঞ্চের তরফে বলা হয়, “আমরা স্টেটাস রিপোর্ট দেখেছি, এতে নতুন কিছুই নেই। শেষ শুনানির সময় আমরা ১০ দিনের সময় দিয়েছিলাম, তারপরও পরীক্ষার রিপোর্ট আসেনি। আমরা যেরকম আশা করেছিলাম, সেই গতিতে এগোচ্ছে না মামলা।” এই নিয়ে তৃতীয়বার গোটা ঘটনার তদন্তের গতিপ্রকৃতি নিয়ে উত্তর প্রদেশ পুলিশের উপর অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।

এর আগে, আদালত উত্তরপ্রদেশ সরকারকে সাক্ষী সুরক্ষা স্কিম, ২০১৮ এর অধীনে মামলায় সাক্ষীদের সুরক্ষা প্রদান, ফৌজদারি কার্যবিধির (CRPC) ধারা ১৬৪ এর অধীনে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের সামনে সাক্ষীদের বক্তব্য রেকর্ড এবং ‘ডিজিটাল’ প্রমাণগুলি বিশেষজ্ঞদের দিয়ে দ্রুত পরীক্ষার নির্দেশ দিয়েছিলো। এই মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র সহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য, কৃষকদের একটি দল ৩ অক্টোবর উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের সফরের বিরুদ্ধে প্রতিবাদ করছিল।সেসময় একটি এসইউভি (গাড়ি) লখিমপুর খেরিতে চারজন কৃষককে পিষ্ট করেছিল। বিক্ষুব্ধ বিক্ষোভকারীরা দুইজন বিজেপি কর্মী এবং একজন চালককে মারধর করেছে বলে অভিযোগ। সহিংসতায় একজন স্থানীয় সাংবাদিকও নিহত হয়েছেন। কৃষক নেতারা দাবি করেছেন যে আশিসও সেই গাড়িতে ছিলেন যা বিক্ষোভকারীদের পিষ্ট করেছিল। আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি হবে।

Related articles

মহারাষ্ট্র পুলিশের বেপরোয়া অত্যাচার! প্রাণ গেল আরও এক বাংলার শ্রমিকের

মাত্র চার দিনে মহারাষ্ট্র পুলিশের এত অত্যাচার যে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বাংলার পরিযায়ী শ্রমিক গোলাম মন্ডলকে। কিছুটা...

পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

একটি ট্রাক্টরে একসঙ্গে ৬১ জন। সকলেই পুণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে রাজস্থানে পুণ্য লাভের আশায় যাওয়ার পথে ট্রাক্টরে ট্রাকের...

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...
Exit mobile version