Tuesday, May 13, 2025

প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না লখিমপুর হত্যাকাণ্ডের তদন্ত: মন্তব্য অসন্তুষ্ট সুপ্রিম কোর্টের 

Date:

সঠিক গতিতে এগোচ্ছে না। লখিমপুর-খেরি কৃষক হত্যা মামলার তদন্ত। শুনানিতে তীব্র অসন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের (Supreme Court)।আদালতের মন্তব্য, প্রত্যাশিত গতিতে মামলার তদন্ত এগোচ্ছে না। সুপ্রিম কোর্ট, হাইকোর্টের প্রাক্তন বিচারপতির তত্ত্বাবধানে ওই মামলার তদন্তের পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত। একই সঙ্গে শুক্রবারের মধ্যে উত্তর প্রদেশ সরকারকে অবস্থান স্পষ্ট করতে বলেছে।

৩ অক্টোবর লখিমপুরে (Lakhimpur) কৃষকদের বিক্ষোভের সময় কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়ির পিষে দেয় চার কৃষককে। এক সাংবাদিক-সহ আটজনের মৃত্যু হয়। প্রধান বিচারপতি এনভি রামানা, বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি হিমা কোহলির বেঞ্চ উত্তরপ্রদেশ সরকারের পক্ষে উপস্থিত সিনিয়র আইনজীবী হরিশ সালভে এবং গরিমা প্রসাদকে শুক্রবারের মধ্যে এই বিষয়ে তাদের জবাব দাখিল করার নির্দেশ দিয়েছে। বেঞ্চ পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রাকেশ কুমার জৈন বা বিচারপতি রঞ্জিত সিং-এর তত্বাবধানে, চার্জশিট দাখিল করা পর্যন্ত তদন্ত তদারকি করার পরামর্শ দিয়েছে। সোমবার, মামলার রিপোর্ট (Report) যাচাই করে প্রধান বিচারপতির বেঞ্চের তরফে বলা হয়, “আমরা স্টেটাস রিপোর্ট দেখেছি, এতে নতুন কিছুই নেই। শেষ শুনানির সময় আমরা ১০ দিনের সময় দিয়েছিলাম, তারপরও পরীক্ষার রিপোর্ট আসেনি। আমরা যেরকম আশা করেছিলাম, সেই গতিতে এগোচ্ছে না মামলা।” এই নিয়ে তৃতীয়বার গোটা ঘটনার তদন্তের গতিপ্রকৃতি নিয়ে উত্তর প্রদেশ পুলিশের উপর অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।

এর আগে, আদালত উত্তরপ্রদেশ সরকারকে সাক্ষী সুরক্ষা স্কিম, ২০১৮ এর অধীনে মামলায় সাক্ষীদের সুরক্ষা প্রদান, ফৌজদারি কার্যবিধির (CRPC) ধারা ১৬৪ এর অধীনে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের সামনে সাক্ষীদের বক্তব্য রেকর্ড এবং ‘ডিজিটাল’ প্রমাণগুলি বিশেষজ্ঞদের দিয়ে দ্রুত পরীক্ষার নির্দেশ দিয়েছিলো। এই মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র সহ à§§à§© জনকে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য, কৃষকদের একটি দল à§© অক্টোবর উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের সফরের বিরুদ্ধে প্রতিবাদ করছিল।সেসময় একটি এসইউভি (গাড়ি) লখিমপুর খেরিতে চারজন কৃষককে পিষ্ট করেছিল। বিক্ষুব্ধ বিক্ষোভকারীরা দুইজন বিজেপি কর্মী এবং একজন চালককে মারধর করেছে বলে অভিযোগ। সহিংসতায় একজন স্থানীয় সাংবাদিকও নিহত হয়েছেন। কৃষক নেতারা দাবি করেছেন যে আশিসও সেই গাড়িতে ছিলেন যা বিক্ষোভকারীদের পিষ্ট করেছিল। আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি হবে।

Related articles

অতীতের স্মৃতি উস্কে মে মাসেই ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! আশঙ্কার নাম ‘শক্তি ‘

আয়লা, আমফানের স্মৃতি উস্কে দিয়ে সেই মে মাসেই বঙ্গোপসাগরে 'শক্তি' (Cyclone Shakti) বাড়াচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত। চলতি মাসের শেষ...

নেপালদেব ভট্টাচার্য: জনপ্রিয়তা থেকে বিতর্ক- সব নিয়েই সমাপ্ত এক অধ্যায়ের

জনপ্রিয়তা-বিতর্ক সব নিয়ে সমাপ্ত হল CPIM-এর দাপুটে শ্রমিক নেতা নেপালদেব ভট্টাচার্যের (Nepaldev Bhattacharya) জীবন। দল থেকে বহিষ্কৃত হয়েও...

সিবিএসই দশমের ফল প্রকাশ: সামান্য বাড়ল পাশের হার

একই দিনে প্রকাশিত সিবিএসই (CBSE) দশম ও দ্বাদশের ফল। সাধারণত একই দিনে এই দুই পরীক্ষার ফল প্রকাশ হয়।...

রাজ্যে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, মহার্ঘ হল জ্বালানি

ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহে দাম বাড়লো জ্বালানির (Fuel Price hike)। সোমবার থেকে বাংলার জুড়ে পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েছে।...
Exit mobile version