Monday, August 25, 2025

সুব্রতদাকে মিস করছি, চিরকাল এভারগ্রিন মানুষ: বিশ্ববাংলা শারদ সম্মান মঞ্চে শোকপ্রকাশ মমতার

Date:

কালীপুজোর পরের দিন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল। দীপাবলির রাতে এলো তাঁর মৃত্যু সংবাদ। দীর্ঘদিনের সহযোদ্ধা’ সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee ) প্রয়াণ কোনোভাবেই মেনে নিতে পারছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। প্রতিবারের মতো এবারও বিশ্ববাংলা শারদ সম্মানের আয়োজন করেছে রাজ্য সরকার। সোমবারেই অনুষ্ঠান হয় বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে। সেখানেই মমতা বলেন, “সুব্রতদাকে আজ খুব মিস করছি”।

বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিভিন্ন পুজো উদ্যোক্তাদের বিভিন্ন বিভাগে শারদ সম্মান প্রদান করা হয়। মোট ৪৫০-এর বেশি ক্লাবের হাতে এদিন পুরস্কার তুলে দেওয়া হয়। সেরার সেরা পুরস্কার বাগবাজার সর্বজনীন ও সমাজসেবীকে দেন মমতা মুখ্যমন্ত্রী। এরপরেই বলেন, “আমার আজকে সবচেয়ে খারাপ লাগছে, আমি আজ খুব সুব্রতদাকে মিস করছি। হয়তো আজ এখানে অনেকেই উপস্থিত আছেন, কিন্তু যে মানুষটা সবসময় উপস্থিত থাকতেন” এরপরই মুখ্যমন্ত্রী বলেন সুব্রত মুখোপাধ্যায় মৃত্যুসংবাদ শুনে তাঁর মনে হচ্ছে, এভারগ্রিন এবার কার হাতে যাবে? “চিরকাল এভারগ্রিন মানুষটা”

আরও পড়ুন:আগামী বছর ফের রাজ্যে “বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন”

নষ্টালজিক হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। বলেন, প্রতিবার পুজোর সময় ১৫ দিন আগে থেকে তাঁর সঙ্গে সুব্রত মুখোপাধ্যায়ের প্রায় ঝগড়া বেধে যেত। কারণ তার পুজো উৎপাদনে আসতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। বললেন, “পুজোর পনেরদিন আগে থেকে আমার সঙ্গে ঝগড়া করত প্রায়। কিরে কবে দিবি ডেট? তোকে কিন্তু স্তোত্রটা একবার বলতে হবে। আমি মাঝে মাঝে বলতাম, সুব্রতদা আপনি তো থিম করেন না। সুব্রতদা বলতেন, আমি থিম করি না রে, আমি সাবেকি পুজো করি।”

সুব্রত মুখোপাধ্যায় আকস্মিক মৃত্যু নিয়ে তৃণমূল নেত্রী বলেন, “সুব্রতদার এখনও যাওয়ার সময় হয়নি। ভালো থাকতে থাকতে হঠাৎ করে চলে গেলেন। এই শোকটা আমরা মেনে নিতে পারছি না।”

দীর্ঘদিন রাজনীতির ময়দানে তাঁরা সহযোদ্ধা। সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পরে মমতা বলেছিলেন, “আমি সুব্রত দার ওই চেহারা দেখতে পারব না”। নিজের বাড়ির ভাইফোঁটার অনুষ্ঠানও বাতিল করেন মুখ্যমন্ত্রী। তিনি যে এখনও শোক কাটিয়ে উঠতে পারেননি এদিনের মন্তব্যই আবার তা প্রমাণ করল।

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...
Exit mobile version