Monday, August 25, 2025

করোনা মহামারির জন্য দু’বছর বন্ধ থাকার পর ফের রাজ্য সরকারের উদ্যোগে কলকাতায় হতে চলেছে “বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন”। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর ২০ এবং ২১ এপ্রিল, এই দু’দিন চলবে বাণিজ্য সম্মেলন। নবান্ন সূত্রে এমনটাই জানা গিয়েছে। রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে বিনিয়োগ টানতে নিয়ম করে বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হতো। যেখানে দেশ-বিদেশের শিল্পপতিরা এসে এই সম্মেলনে অংশ নিতেন।কিন্তু মহামারী আবহে দু’বছর তা বন্ধ রাখা হয়েছে।

একইসঙ্গে রাজ্যের শিল্পবান্ধব পরিবেশ বিদেশি শিল্পোদ্যোগী ও বিনিয়োগকারীদের কাছে তুলে ধরতে বিশেষ উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। অসমর্থিত সূত্র মারফত আরও জানা গিয়েছে, রাজ্যের শিল্পবান্ধব পরিবেশ তুলে ধরতে বিদেশেও পাড়ি দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রতিনিধি হিসেবে রাজ্যপালকেও এই উদ্যোগে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে নবান্নের তরফের।

Related articles

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...
Exit mobile version