Wednesday, December 3, 2025

দূরত্ব মুছে জন্মদিনের শুভেচ্ছা জানাতে লালকৃষ্ণ আডবানির বাড়িতে মোদি

Date:

Share post:

মার্গদর্শক মন্ডলীর আসনে বসিয়ে বিজেপির অন্যতম প্রাণপুরুষ লাল কৃষ্ণ আডবানিকে(Lal Krishna Advani) রাজনীতি থেকে কার্যত বাইপাস করেছিলেন মোদি-শাহ জুটি। তবে বিজেপির অতীতের জনপ্রিয়তায় ক্রমশ ভাটা পড়তে শুরু করতেই দূরত্ব মুছে এবার লালকৃষ্ণ আডবানিকে স্মরণ করলেন নরেন্দ্র মোদি। একদা বিজেপির অন্যতম প্রাণপুরুষ লালকৃষ্ণ আডবানির ৯৪ তম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে সটান তাঁর বাড়িতে হাজির হলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। সকলের উপস্থিতিতে কেক কেটে হলো জন্মদিন পালন।

এদিন লাল কৃষ্ণ আডবানির জন্মদিন উপলক্ষে টুইটে এক বার্তাও দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, “আডবানিজির জন্মদিনে তাঁকে অনেক শুভেচ্ছা। ওনার দীর্ঘ সুস্থ জীবন কামনা করি। দেশবাসীকে শক্তিশালী বানাতে এবং ভারতের সাংস্কৃতিক গৌরবকে দিশা দেখাতে তাঁর কৃতিত্বের জন্য দেশ তাঁর কাছে ঋণী।” পাশাপাশি টুইটে আডবানিকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইটারে তিনি লেখেন, দীর্ঘ সংঘর্ষের মাঝেও বিজেপির বিচারধারা দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং সংগঠনকে অখিল ভারতীয় স্বরূপ দেওয়ার পিছনে তাঁর কৃতিত্ব অসামান্য। শ্রদ্ধেয় লালকৃষ্ণ আডবানিজির জন্মদিনে তাঁকে অনেক শুভেচ্ছা এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন সুস্থ ও দীর্ঘ জীবন পান।

আরও পড়ুন:ত্রিপুরায় এবার মা দুর্গার রূপে নামবেন মহিলারা, বিজেপিকে হারাবেই তৃণমূল

উল্লেখ্য, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নরেন্দ্র মোদির নাম ঘোষণায় তীব্র আপত্তি ছিল লালকৃষ্ণ আববানীর। যদিও প্রবীণ এই নেতার আপত্তি সেই সময় ধোপে টেকেনি। এরপর সময় যত পেরিয়েছে মোদি-শাহ জুটির দাপটে ক্রমশ পিছনের সারিতে পড়ে গিয়েছেন আডবানিজি। এমনকি যে রাম মন্দির আন্দোলনের অন্যতম প্রধান ছিলেন তিনি সেই রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনেও তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি।এরপর হঠাৎ জন্মদিন উপলক্ষে তার বাড়িতে মোদির আগমনের পিছনে অন্য গন্ধ পাচ্ছে রাজনৈতিক মহল। সংশ্লিষ্ট মহলের অনুমান সাম্প্রতিক সময়ে মোদি- শাহ জুটির জনবিরোধী নীতির জেরে দেশজুড়ে বিজেপির জনপ্রিয়তা তলানিতে। এই অবস্থায় লোকসভা নির্বাচনের আগে বরিষ্ঠ নেতৃত্বের সঙ্গে দূরত্ব সরিয়ে তাদের মূল্যবান পরামর্শ যে বিজেপির ভবিষ্যতের জন্য ভীষণ প্রয়োজনীন তা বেশ অনুভব করতে শুরু করেছেন মোদি-শাহ। তাই বিজেপির সর্বভারতীয় কর্মসমিতির বৈঠকে আডবানিকে আমন্ত্রণের পাশাপাশি এবার জন্মদিনে তার বাড়িতে হাজিরা দিলেন খোদ প্রধানমন্ত্রী।

 

spot_img

Related articles

ভাঙন রোধে মোদি সরকার কিছু করেনি, ২০০ কোটি টাকা দিয়েছে রাজ্য: মালদহে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

মালদহ ও মুর্শিদাবাদের প্রধান সমস্যা গঙ্গা-ভাঙন। কিন্তু সেই ভাঙন (Erosion) রোধে কিছুই করেনি কেন্দ্রে বিজেপি (BJP) সরকার। বুধবার...

বকেয়া টাকা মেটানোর দাবিতে সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূলের, খতিয়ান তুলে কেন্দ্রকে তোপ দোলার 

১০০ দিনের কাজ গ্রামীন আবাস যোজনা-সহ একাধিক প্রকল্পে প্রাপ্য প্রায় ২ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। এর...

প্রাথমিকের ৩২ হাজার চাকরি বহাল, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করে রায় হাই কোর্টের ডিভিশন বেঞ্চের

প্রাথমিকের ৩২ হাজার চাকরি বহাল। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguli) নির্দেশ খারিজ করে রায় দিল কলকাতা হাই...

বাংলায় কারও সম্পত্তিতে হাত দিতে দেব না: ওয়াকফ আইন নিয়ে গাজোলের সভায় গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

“আমরা ওয়াকফ আইন (Waqf Act) তৈরি করিনি। বিজেপি (BJP) সরকার করেছে। এখানে কারও সম্পত্তিতে হাত দিতে দেব না।“...