দোকানের নাম ‘এমএ ইংলিশ চায়েওয়ালি’। হাবড়া স্টেশনে টুকটুকি দাসের দোকান নাম মাহাত্ম্যেই ইতিমধ্যে ভাইরাল।কোন এমন অদ্ভুত নাম দোকানের তা শুনলে আপনিও চমকে যাবেন।আসলে ইংরাজিতে স্নাতক হয়েও কোনও চাকরি জোটেনি। শেষপর্যন্ত নিজেই চায়ের দোকান দিয়েছেন হাবড়ার (Habra) তরুণী। মাত্র সপ্তাহখানেক আগে চালু হয়েছে তার দোকান।
শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই নয়, তার উদ্যোগের খবর পৌঁছেছে সরকারি জনপ্রতিনিধিদের কাছেও। রবিবার তাঁকে ডেকে পাঠান রাজ্যের বনমন্ত্রী তথা হাবড়া তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)।মন্ত্রীর কাছ থেকে মিলেছে সাহায্যের আশ্বাস।যদিও চাকরি না করে স্বনির্ভরতা হওয়ার জন্যই দোকান দিয়েছেন টুকটুকি।বরং ‘এমএ ইংলিশ চায়েওয়ালি’ ব্র্যান্ডকে আরও এগিয়ে নিয়ে যেতে চান তিনি।এই ব্যাপারে সরকারি সাহায্য চেয়েছেন হাবড়ার লড়াকু মেয়ে।
