Monday, November 10, 2025

এবার ‘রাফাল দুর্নীতি’ নিয়ে বিজেপির তোপ কংগ্রেসকে, পাল্টা দিল কংগ্রেসও

Date:

আবারও ‘রাফাল দুর্নীতি’ নিয়ে সরব কংগ্রেস। কংগ্রেস (Congress) নেতা পবন প্রশ্ন তোলেন, তদন্ত না করে কেন সিবিআইয়ের আধিকারিক স্তরে রদবদল?

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ‘রাফাল দুর্নীতি’ নিয়ে কংগ্রেস নেতা পবন খেরা (Pawan Khera) বলেন, ‘রাফাল (Rafale) যুদ্ধবিমান কেনায় বড় কেলেঙ্কারি, লেনদেন নিয়ে বড় কেলেঙ্কারি হয়েছে। সিবিআই-কে (CBI) নথি দেওয়া সত্ত্বেও কোনও তদন্ত হয়নি। তদন্ত না করে কেন সিবিআইয়ের আধিকারিক স্তরে রদবদল?’

আরও পড়ুন-রাজ্য মন্ত্রিসভায় বড়সড় রদবদল: মুখ্যমন্ত্রীর হাতেই অর্থ দফতর

অন্যদিকে সোমবারই ফরাসি পোর্টাল মিডিয়াপার্টের একটি রিপোর্ট সামনে আসে। সেখানে দাবি করা হয়, যুদ্ধবিমান নির্মাতা সংস্থা দাসোঁ ভারতে ৩৬টি রাফাল যুদ্ধবিমান বিক্রির জন্য একজন মধ্যস্থতাকারীকে কমপক্ষে ৬৫ কোটি টাকা দিয়েছে। আরও বলা হয়, এই টাকা ২০১৩ সালের আগে দেওয়া হয়। তারপরই ফের বিজেপির নিশানায় চলে আসে কংগ্রেস।

মঙ্গলবার বিজেপি (BJP) নেতা সম্বিত পাত্র (Sambit Patra) সাংবাদিক বৈঠকে বলেন, ‘আমরা দেখেছি কীভাবে বিরোধীরা, বিশেষ করে কংগ্রেস ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাফালে দুর্নীতি নিয়ে মিথ্যে খবর ছড়াচ্ছিল। কংগ্রেস ভেবেছিল এই প্রচারের ফলে রাজনৈতিক ফায়দা মিলবে।’ ফরাসি পোর্টালের দুর্নীতির দাবিকে সামনে এনে সম্বিত বলেন, ‘আজকে আমরা এমন কিছু তথ্য প্রমাণ সামনে আনতে পারি, যার পর স্পষ্ট হয়ে যায় কোন আমলে রাফালে দুর্নীতি হয়েছে। একটি ফরাসি সংবাদ মাধ্যম প্রকাশ্যে এনেছে যে রাফালে দুর্নীতি হয়েছিল। কিন্তু সেই ঘটনা ঘটেছিল ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে।’

আরও পড়ুন-স্কুল খুললে মানতে হবে কড়া বিধিনিষেধ

ফরাসি সংস্থার দাবি, ২০১৮ সালের অক্টোবর মাস থেকেই ভারতীয় আধিকারিকদের কাছে এই তথ্য ছিল। প্রসঙ্গত, রাফাল চুক্তি নিয়ে দুর্নীতির অভিযোগ এর আগেও একাধিকবার উঠেছে। প্রতিবারই অভিযোগের তির ছিল কেন্দ্রের বিজেপি সরকারের দিকে। তবে এবার হাওয়া বদলে বিজেপি এই মামলায় দুর্নীতির অভিযোগ তুলল কংগ্রেসের বিরুদ্ধে।

Related articles

রিচার নামে স্টেডিয়ামকে স্বাগত, ট্রোলিং নিয়ে সোজা সাপটা জবাব দিলেন সৌরভ

বিশ্বজয়ী ক্রিকেটার তথা উত্তরবঙ্গের ভূমিকন্যা রিচা ঘোষের(Rich Ghosh) নামে স্টেডিয়াম তৈরি হবে শিলিগুড়িতে। সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক...

শিলিগুড়ির মহাকাল মন্দিরের ট্রাস্ট গঠন মুখ্যমন্ত্রীর, মুখ্যসচিবের নেতৃত্বে থাকছেন কারা!

অক্টোবরে উত্তরবঙ্গে গিয়েই জানিয়েছিলেন শিলিগুড়িতে হবে সবচেয়ে বড় মহাকাল মন্দির (Mahakal Temple)। সেই মতো ট্রাস্ট গঠন করে দিলেন...

বিশ্বমঞ্চে সম্মানিত বাংলার মুখ্যমন্ত্রী, মমতাকে D’Litt উপাধি দিচ্ছে জাপানের বিশ্ববিদ্যালয়

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরে এবার জাপানের (Japan) একটি বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি’লিট পাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মি টু! সিনে দুনিয়ার ভয়ঙ্কর কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন রেণুকা সাহানে

রবিবার মানেই জনপ্রিয় ফ্যামিলি ড্রামা 'হাম আপকে হ্যায় কৌন'। আর সেই ছবি মানেই রেণুকা সাহানে (Renuka Shahane)। কিন্তু...
Exit mobile version