বলিউডের প্রথম সারির কৌতুক অভিনেতা কপিল শর্মা (Kapil sharma, Laughter Star) । লোক হাসানোর ক্ষেত্রে কপিলের জুড়ি মেলা ভার। কিন্তু কপিলের একটি বড় দোষ আছে। কপিল বড়ই লেট লতিফ। নিজের শুটিংয়ের দেরি তো করেনই। শাহরুখ , অক্ষয়, অজয় দেবগনদেরকেও ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখতে বিন্দুমাত্র ভাবেন না কপিল । আর এবার অমিতাভ বচ্চন ( Amitabh Bachhan) । সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শুটিংয়ে বিগ বি ছাড়াও অংশ নেওয়ার কথা ছিল কপিল শর্মা এবং সোনু সুদের (Sonu Sud) ।কল টাইম ছিল বারোটা । দুই তারকা অতিথি ঠিক সময়ে হাজির হয়েছিলেন । কিন্তু কপিল এলেন সাড়ে চারটে।
অনুষ্ঠানে এসে প্রথমেই ‘রিমঝিম গিরে সাওন’-এর সুর তুললেন কৌতুকাভিনেতা কপিল। গান শেষ হতেই খানিক রসিকতার সুরে কপিলের দেরি করে আসার কথা মনে করিয়ে দিলেন অমিতাভ। বললেন, “আজ আপনি একদম ঠিক সময়ে এসেছেন। আপনাকে ডাকা হয়েছিল ১২টা নাগাদ। আর আপনি একদম সাড়ে চারটের সময় এসে হাজির হয়েছেন।” অমিতাভের এই কথা শুনে হাসি চেপে রাখতে পারেননি কপিল। আগামী শুক্রবার অনুষ্ঠানটি দেখানো হবে।
