Monday, November 10, 2025

সব্যসাচী নন, প্রথমে আইন ভেঙেছেন বিক্ষোভকারীরাই: স্পষ্ট জানালেন দুই পুলিশকর্তা

Date:

চাকরিহারাদের আন্দোলনের মধ্যে বিকাশ ভবনে ব্যক্তিগত কাজে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। তার পরে সাময়িক উত্তেজনা তৈরি হয়। সেই ঘটনায় চাকরিহারাদের কাঠগড়ায় তুলল পুলিশ (Police)। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ADG আইনশৃঙ্খলা জাভেদ শামিম (Javed Shamim) ও এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার (Supratim Sarkar) জানান, আই আগে ভেঙেছিলেন আন্দোলনকারীরাই।

বৃহস্পতিবার দুপুরে সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta) বিকাশ ভবনে ব্যক্তিগত কাজে যান। কিন্তু বিক্ষোভ চলছে দেখে তিনি ফিরে আসছিলেন। সেখানে তাঁর গাড়ি আটকান বিক্ষোভকারীরা। তিনি অপেক্ষা করেন। গাড়ি থেকে নেমে আন্দোলনকারীদের সঙ্গে কথাও বলতে চান। কিন্তু তার পরেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কিছুক্ষণের মধ্যেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সেই বিষয়ে প্রশ্ন করা হলে দুই পুলিশ কর্তাই স্পষ্ট জানান, “উনি নিজের কাজে যাচ্ছিলেন। প্রথম বেআইনি কাজটা করেছিলেন আন্দোলনকারীরাই। তাঁরা ওর গাড়ি আটকে দেন। গাড়ির সামনে শুয়ে পড়েন। তখন তিনি নেমে পরিস্থিতি সামলাতে যান।”

সুপ্রতীম সরকার বলেন, “ওই জনপ্রতিনিধি নিজের কাজে বিকাশ ভবনে এসেছিলেন। তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। এরপর তিনি ফিরে যাচ্ছিলেন। তখন তাঁর গাড়ি আটকে দেওয়া হয়। কাউকে এভাবে আটকে রাখা যায় না। এটা আইনবিরুদ্ধ।”
আরও খবর: ৭ ঘণ্টা সংযম দেখিয়েছে পুলিশ, বিকাশ ভবন থেকে অন্তঃসত্ত্বা-সহ কর্মীদের বের করাও পুলিশের কর্তব্য: শামিম-সুপ্রতীম

এডিজি আইনশৃঙ্খলা ও এডিজি দক্ষিণবঙ্গ বলেন, “আমি কাউকে রাস্তায় আটকে দেব, গাড়ি ঘেরাও করে ৪৫ মিনিট ধরে বসে থাকব, এটা হয় না।” তবে এই সব অভিযোগ নিয়ে অভিযোগ দায়ের হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version