Saturday, May 17, 2025

আইপিএলের(IPL) সূচী বদলে গিয়েছে। আগামী ১৭ মে থেকে শুরু হচ্ছ পরিবর্তিত সূচী অনুয়ায়ী আইপিএলের ম্যাচ। সেখানেই পরিবর্তন হয়ে গিয়েছে ফাইনালের(IPL Final) তারিখও। আগামী জুন মাসের ৩ তারিখ হবে এবারের আইপিএলের ফাইনাল। কিন্তু হঠাত্ই শোনাযাচ্ছে আইপিএলের ফাইনাল নাকি সরে যাচ্ছে ইডেন গার্ডেন্স(Eden Gardens) থেকে। আর তারই প্রতিবাদে এবার কলকাতার ক্রিকেট প্রেমীরা। ইডেন থেকে ফাইনাল না সরানোর দাবী নিয়েই সিএবির(CAB) সামনে বিসিসিআইয়ের(BCCI) বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন কলকাতার ক্রিকেট প্রেমীদের।

সূচী অনুযায়ী একটি প্লেঅফ এবং ফাইনাল হওয়ার কথা ছিল ইডেন গার্ডেন্সে। কিন্তু ভারত-পাক পরিস্থিতিতে এক সপ্তাহের জন্য আইপিএল(IPL) স্থগিত করতে হয়েছিল। এরপর নতুন সূচী সামনে আসার পর থেকেই আরম্ভ হয়ে গিয়েছে নানান জল্পনা। শোনাযাচ্ছে ইডেন গার্ডেন্স(Eden Gardens) থেকে সরিয়ে নেওয়া হতে চলেছে ফাইনাল। আর সেটাই যেন মেনে নিতে পারছেন না কলকাতার ক্রিকেট সমর্থকরা। শুক্রবার ইডেনের সামনেই চলে তাদের বিক্ষোভ প্রদর্শন। বিসিসিআইয়ের(BCCI) উদ্দেশ্যে ক্রিকেট সমর্থকদের একটাই বার্তা। ইডেন গার্ডেন্স থেকে যেন ফাইনাল না সরে।

শোনাযাচ্চিল যেহেতু জুন মাস সেই সময় নাকি কলকাচায় বৃষ্টি হতে পারে। ফাইনালে যাতে কোনওরকম ব্যাঘাত না ঘটে সেই কারনেই নাকি ইডেন থেকে আহমেজাবাদে ফাইনাল সরিয়ে নিয়ে যেতে পারে বিসিসিআই। আর সেটাই কলকাতার ক্রিকেট সমর্থক থেকে প্রশসাকরাও মেনে নিতে পারছেন না। এর পিছনে অনেকে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত বলেও মনে করছেন। ইচ্ছাকৃতভাবেই নাকি কলকাতা থেকে গুজরাটে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এদিনের বিক্ষোভে বারবার শোনা গেল ফাইনাল যেন কলকাতা থেকে আহমেদাবাদে না সরে যায়।

আইপিএলের সূচী পরিবর্তনের পর থেকেই শুরু হয়েছে এই নিয়ে জল্পনা। যদিও এখনও পর্যন্ত প্লেঅফের নতুন সূচী ঘোষণা করা হয়নি। আর সেটা হয়নি বলেই ধোঁয়াশাটা বাড়তে শুরু করেছে। নচুন সূচী অনুযায়ী এবার ছটি ভেন্যুতে হচ্ছে বাকি ম্যাচ গুলো। সেখানেই কেন হঠাত্ করে প্লেঅফের সূচী ঘোষণা হল না, সেখানে সকলেই সন্দেহ বাড়াটাই স্বাভাবিক। সূত্র মারফত সেই সময় থেকেই শোনাযাচ্ছিল যে এবার নাকি আইপিএলের ফাইনালও সরে যেতে চলেছে কলকাতা থেকে আহমেদাবাদে। তেমনটা যাতে না হয় সেই কারনেই এবার রাস্তায় নামল কলকাতার ক্রিকেট প্রেমীরা।

Related articles

এবার নাম বদলের রাজনীতি বিহারে! গয়া হল ‘গয়াজি’

বিজেপি জমানায় নাম বদলের রাজনীতি নতুন নয়। আর তার শীর্ষে অবশ্যই যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। তবে এবার...

আইএমএ বাংলার নির্বাচন বাতিল ঘোষিত! দুমাসে কমিটি গঠনের নির্দেশ

চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) রাজ্যের ২০২৫-২৭ নির্বাচন প্রক্রিয়াকেই বাতিল করে দেওয়া হল কেন্দ্রীয় শাখার তরফে। নির্বাচন...

নির্দেশ দেখে পদক্ষেপ: ডিএ নির্দেশে প্রতিক্রিয়া চন্দ্রিমার

রাজ্য সরকারের কর্মীদের ২৫ শতাংশ ডিএ (DA) দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। এক ঘোষণায় সরকারি কোষাগার থেকে প্রায় ৯...

টুটু বোসের ইস্তফা প্রসঙ্গে দেবাশিসের পাল্টা মুখ খুললেন সৃঞ্জয়

মোহনবাগানে(Mohunbagan) নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। সেইসঙ্গেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। এই মুহূর্তে অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল...
Exit mobile version