Thursday, August 28, 2025

‘অর্থ ও নারীতেই শেষ বিজেপি’! তথাগত রায়ের মন্তব্যে দায়ের FIR

Date:

বিধানসভা ভোটের পর থেকেই একের পর এক ট্যুইটে বিজেপির দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতা তথাগত রায়। সরাসরি নিশানা করেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ থেকে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়কে। করেছেন একের পর এক বিস্ফোরক ট্যুইট। বলায় যায়, টুইটারে বাংলার রাজ্যপালকে ছাড়িয়ে গিয়েছেন বিজেপি নেতা তথাগত রায়। এবার তথাগত রায়ের একটি বিতর্কিত ট্যুইটকে হাতিয়ার করেই তাঁর বিরুদ্ধে দায়ের হল এফআইআর!

গত সোমবার একটি বিস্ফোরক ট্যুইট করেন বিজেপি নেতা তথাগত রায়। টুইটে তিনি লেখেন ,“৩ থেকে ৭৭”(এখন ৭০) গোছের আবোলতাবোল বুলিতে পার্টি পিছোবে, এগোবে না। অর্থ এবং নারীর চক্র থেকে দলকে টেনে বার করা অত্যাবশ্যক। দলের নবনিযুক্ত সভাপতি ও বিরোধী দলনেতা – এঁরা দুজনে নেতৃত্ব দিন। পুরোনো চক্রে ফেঁসে থাকলে এখন যে পুরভোটের প্রার্থী পাওয়া যাচ্ছে না এরকম অবস্থাই চলবে। তথাগত রায়ের এই টুইটকেই সামনে এনে সায়ন বন্দ্যোপাধ্যায় নামে কলকাতা হাই কোর্টের এক আইনজীবী তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, টিভি ও সামাজিক মাধ্যমে তথাগত বলেছেন, এই বিধানসভা নির্বাচনে নারী ও অর্থের আদানপ্রদান হয়েছে। তাঁর কাছে সেই তথ্যও রয়েছে। এটি একটি গুরুতর বিষয়। তা নিয়েই থানায় অভিযোগ করেছি। আমি চাই এর পূর্ণাঙ্গ তদন্ত হোক।

উল্লেখ্য, এর আগে রবিবারও টুইটারে তোপ দাগেন তথাগত রায়। এরপরই তথাগত’র বিরুদ্ধে তোপ দাগেন দিলীপ ঘোষ। তিনি বলে বসেন, ‘ঠিক আছে, কতদিন আর লজ্জা পাবেন। দল ছেড়ে দিন। যাঁরা দলের জন্য কিছুই করেননি, যাঁদের দল সবথেকে বেশি দিয়েছে, তাঁরাই সব থেকে বেশি দলের ক্ষতি করেন। আমাদের দুর্ভাগ্য এটা।’ যার পাল্টায় তথাগত রায় বলেন, ‘দল ছাড়তে পারলে অনেক গুপ্ত কথাই ফাঁস করে দিতাম। কিন্তু দল ছাড়ব না।’

 

 

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version