বুধবার কুস্তি চ্যাম্পিয়ন নিশা দাহিয়ার( nisha dahia) হত্যা ঘিরে দেশজুড়ে তোলপাড়। কিন্তু সে খবর ভুয়ো। টুইটারে ভিডিও প্রকাশ করে নিজেই জানালেন নিশা। নিশা বলেন, তিনি সুস্থ আছেন।

বুধবার সোশ্যাল মিডিয়ায় খবর ছড়ায়, হরিয়ানার সোনিপথের হালালপুরের সুশীল কুমার কুস্তি অ্যাকাডেমিতে হামলাকারীরা জাতীয় স্তরের কুস্তিগীর নিশা দাহিয়া এবং তার ভাইকে হত্যা করেছে। যা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় দেশজুড়ে। এই খবরটি নিয়ে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয় সোশ্যাল মিডিয়ায়। এমনকি সোশ্যাল মিডিয়ায় খবর ছড়ায় ঘটনার সময় আহত হন নিশার মা ধনপতিও। তবে এই সব খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন নিশা নিজেই। সবটাই ভুল, এমন কোনও ঘটনাই ঘটেনি বলে জানান নিশা। বুধবার সন্ধ্যায় একটি ভিডিও পোস্ট করে নিশা বলেন,” আমার কিছু হয়নি, আমি ঠিক আছি, যেই খবর বেড়িয়ে, সেটি মিথ্যে। সিনিয়র ন্যাশন্যাল খেলতে আমি এখন গোন্ডায় আছি।”

Huge error on my end. Trusted a news report. Nisha Dahiya is safe and well. Apologies. pic.twitter.com/DuiTtUMzjY
— jonathan selvaraj (@jon_selvaraj) November 10, 2021
গত শুক্রবার, সার্বিয়ার বেলগ্রেডে রেসলিং অনূর্ধ্ব-২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৬৫ কেজিতে ব্রোঞ্জ পদক জেতেন নিশা দাহিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও প্রশংসা করেছেন তাঁকে।
আরও পড়ুন:কোহলির মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া ব্যক্তিকে গ্রেফতার করল মুম্বই পুলিশ
