Saturday, January 31, 2026

আন্ডারওয়ার্ল্ডের জালনোট চক্রকে নিরাপত্তা দিত ফড়নবিশের সরকার, বিস্ফোরক নবাব মালিক

Date:

Share post:

আরিয়ান মামলাকে(Aryan case) কেন্দ্র করে কার্যত যুদ্ধে নেমে পড়েছেন নবাব মালিক(Nawab Malik) ও দেবেন্দ্র ফড়নবিশ(Devendra fadnavis)। গতকাল মুম্বই বিস্ফোরণের সঙ্গে নবাব মালিকের যোগ ছিল বলে অভিযোগ তুলেছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন বিজেপি(BJP) মুখ্যমন্ত্রী। পাল্টা এদিন ফড়নবিশের সঙ্গে মুম্বই আন্ডারওয়ার্ল্ডের যোগ রয়েছে বলে অভিযোগ তুনলেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি(NCP) নেতা নবাব মালিক। শুধু তাই নয়, মহারাষ্ট্রের বিজেপি সরকার থাকাকালীন আন্ডারওয়ার্ল্ডের জালনোট চক্রকে নিরাপত্তা দেওয়া হতো বলে অভিযোগ তাঁর।

বুধবার নবাব অভিযোগ তোলেন, দাউদ-ঘনিষ্ঠ রিয়াজ ভাট্টির সঙ্গে ফড়নবিশের যোগাযোগ ছিল। তিনি যখন মহারাষ্ট্রের ক্ষমতায় ছিলেন সে সময় কয়েকটি গুরুত্বপূর্ণ পদে এমন কিছু নিয়োগ করেছিলেন যাঁদের পাকিস্তানের সঙ্গে ‘যোগাযোগ’ ছিল। শুধু তাই নয়, এনসিবির আঞ্চলিক অধিকর্তা সমীর ওয়াংখেড়েকে কাজে লাগিয়ে জাল নোটের চক্রকে নিরাপত্তা দিতেন ফড়নবিশ, এমন অভিযোগও করেন নবাব। এনসিপি নেতা বলেন, “ভুয়ো পাসপোর্ট নিয়ে ধরা পড়েছিল রিয়াজ ভাট্টি। অথচ তাকে ছেড়ে দেয় ফড়নবিশের সরকার। কেন এই রিয়াজকে ফড়নবিশের অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়। ”

আরও পড়ুন:এবার সিঙ্ঘু সীমান্তে ফের আত্মহত্যা কৃষকের

শুধু তাই নয়, নবাব মালিক আরো বলেন, “ফড়নবিশের মদতে মহারাষ্ট্রে জাল টাকার খেলা শুরু হয়েছিল। নোটবন্দি ঘোষণার পরই বিভিন্ন রাজ্যে জাল টাকা বাজেয়াপ্ত হয়েছিল। মহারাষ্ট্রেও ধরা পড়েছিল। কিন্তু চার বছর পেরিয়ে গেলেও কোনও মামলা দায়ের হয়নি। ২০১৭-তে রাজস্ব দফতর অভিযান চালিয়ে ১৪ কোটি ৫৬ লক্ষ টাকা জাল টাকা উদ্ধার করেছিল। কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী ফড়নবিশ সেই মামলাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন।”

উল্লেখ্য, মঙ্গলবার মুম্বাই বিস্ফোরণের ঘটনার সঙ্গে নবাবের যোগ রয়েছে বলে গুরুতর অভিযোগ তুলেছিলেন দেবেন্দ্র ফড়নবিশ। তার অভিযোগ ছিল, মুম্বই বিস্ফোরণের দুই অভিযুক্তের সঙ্গে হাত মিলিয়ে ভুয়ো নথি ব্যবহার করে কুরলাতে জমি কিনেছিলেন নবাব এবং তাঁর পরিবার। এ বার দেবেন্দ্র ফড়নবিশের বিরুদ্ধে পাল্টা তোপ দাগলেন নবাব।

 

spot_img

Related articles

শাহর সীমান্তে ঘুসপেটিয়াদের আশ্রয়দাতা বিজেপি নেতা! ধৃত মালদহে

রাজ্যজুড়ে ঘুসপেটিয়া শুনিয়ে শুনিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত চালাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বঙ্গ বিজেপির নেতারা। আদতে...

SIR হয়রানিতে ডেকে আবার আসতে বাধা! পরিযায়ীদের সঙ্গে দ্বিচারিতার রাজনীতি

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া শুরুর সময় থেকে সব থেকে বড় বাধার সম্মুখিন হবে রাজ্যের পরিযায়ী শ্রমিকরা, এমনটা আন্দাজ...

সতর্ক ও সর্বাত্মক লড়াই: ভবানীপুরের বিএলএ-দের বৈঠকে ডেকে বার্তা তৃণমূল নেত্রীর

একদিকে প্রতিপক্ষ বিজেপি। অন্যদিকে নির্বাচন কমিশনের প্রতিদিনের নতুন নতুন ছক। এসআইআর প্রক্রিয়ায় যতবার কমিশনের চক্রান্ত ফাঁস হয়েছে, সবই...

কমিউনিস্ট সেলিমের কমিউনাল পলিটিক্স! জোট প্রক্রিয়া ব্যহত করায় দায়ী, সরব কংগ্রেস

কলকাতার হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একদিনে কত বিতর্ক টেনে এনেছেন শূন্যে...