Tuesday, November 11, 2025

করোনার বিরুদ্ধে ৭৭.৮ শতাংশ কার্যকরী কোভ্যাক্সিন, প্রকাশ্যে ল্যানসেটের রিপোর্ট

Date:

ভারত বায়োটেকের(Bharat biotech) তৈরি কোভ্যাক্সিনকে সম্প্রতি অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(World health organisation)। এরপরই এই ভ্যাকসিনের কার্যকরিতা কতখানি তা প্রকাশ্যে আনল মেডিকেল জার্নাল ল্যানসেট(lancet)। আন্তর্জাতিক এই সংস্থার তরফে দাবি করা হয়েছে, উপসর্গ যুক্ত আক্রান্তদের ক্ষেত্রে ৭৭.৮ শতাংশ কার্যকরী এই ভ্যাকসিন। পাশাপাশি করোনার যেকোনো রকম ভেরিয়েন্টের বিরুদ্ধে ৭০.৮ শতাংশ কার্যকর কোভ্যাক্সিন(covaccine)।

ল্যানসেটের সাম্প্রতিক রিপোর্ট দাবি করেছে, উপসর্গহীন সংক্রমিতদের ক্ষেত্রে এই ভ্যাকসিন ৬৩.৬ শতাংশ কার্যকর, ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৬৫.২ এবং কাপ্পা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৯০.১ শতাংশ কার্যকর কোভ্যাক্সিন। বলার অপেক্ষা রাখে না এই ভ্যাকসিন গ্রহীতাদের জন্য সাম্প্রতিক রিপোর্ট স্বস্তিদায়ক। প্রসঙ্গত, দীর্ঘদিন ভারতের তৈরি কোভ্যাক্সিনকে অনুমোদন দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দীর্ঘ কাঠখড় পোড়ানোর পর অবশেষে মিলেছে অনুমোদন। এরপর এই ভ্যাকসিনের কার্যকারিতা কতখানি তা প্রকাশ্যে আনলো আন্তর্জাতিক মেডিকেল জার্নাল।

আরও পড়ুন:“ওঁর গুরুত্ব কী রয়েছে আমি জানি না”, তথাগতর সমালোচনাকে পাত্তা দিতে নারাজ দিলীপ

অন্যদিকে, দেশজুড়ে বাড়তে থাকা করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা হলেও চিন্তায় ফেলেছে সরকারকে। শুক্রবারের রিপোর্ট বলছে, শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১২,৫১৬ জন, মৃত্যু হয়েছে ৫০১ জনের। সব মিলিয়ে দেশে বর্তমানে করোনা আক্রান্তের মোট সংখ্যা ৩৪,৪১৪,১৮৬ জন। এখনো পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩৩,৮১৪,০৮০। এবং মোট মৃতের সংখ্যা ৪,৬২,৬৯০ জন।

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version