Monday, August 25, 2025

Kolkata Bookfair: করোনা বিধি মেনে শুরু হতে চলেছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা ,থিম কান্ট্রি বাংলাদেশ

Date:

করোনা সংক্রমণের অনেকটাই কমছে। ছন্দে ফিরছে কলকাতা। সংক্রমণের বাড়বাড়ন্তের কারণে বিগত বছর বন্ধ থাকার পরে ২০২২ সালে আবার ফিরছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা(Kolkata International Bookfair)। আগামী ৩১ জানুয়ারি সেন্ট্রাল পার্ক(Central Park) মেলা প্রাঙ্গনে  বইমেলার আয়োজন করা হবে।চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানাল গিল্ড। এবারের বইমেলার থিম কান্ট্রি বাংলাদেশ(Bangladesh)।উদযাপিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবর্ষ। পালিত হবে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর, নেতাজি সুভাষচন্দ্র বসু-র ১২৫তম জন্মবর্ষ, সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ এবং ভারতের স্বাধীনতার ৭৫ বছর।

আরও পড়ুন:Viswabharati: ফের বিশ্বভারতীতে বিক্ষোভে পড়ুয়ারা

এবছরের আন্তর্জাতিক বইমেলায় কোভিড বিধি মেনে চলতে হবে। মাস্ক ও করোনার দুটি ডোজ না থাকলে বইমেলায় প্রবেশ করতে পারবে না। এমনকি সংক্রমণ ঠেকাতে ই-পাসের ব্যবস্থা করার কথা ভাবছে গিল্ড। সেইসঙ্গে ভার্চুয়ালি বইমেলা দেখার জন্য এক অভিনব উদ্যোগ নিয়েছে গিল্ড। সংক্রমণের কারণে অনেকেই বইমেলায় আসতে ভয় পাচ্ছেন। তাই  বিশেষ  প্রযুক্তির সাহায্যে ২০২২ সালে কলকাতা বইমেলা উপস্থিত থাকবে গিল্ডের ওয়েবসাইট এবং সমস্ত সোশ্যাল মিডিয়ায়। যাতে পৃথিবীর যে কোনও প্রান্ত থেকে যে কেউ বইমেলা দেখতে পাবেন।

আগামী  ৩১ জানুয়ারি থেকে বইমেলা শুরু হওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Bandyopadhya)। সম্প্রতি সেই ঘোষণার পর থেকেই উচ্ছ্বসিত প্রকাশক ও বইপ্রেমীরা। প্রকাশকদের একাংশের মতে, গত বছর থেকে অফলাইনে বই কেনাবেচা কার্যত তলানিতে এসে ঠেকেছে। সেই সঙ্গে বইমেলাও আয়োজিত হয়নি। তাই আর মাত্র দু’মাসের মধ্যে বইমেলা আয়োজিত হতে চলেছে, এ কথা জেনে তাঁরাও প্রস্তুতি নিতে শুরু করেছেন।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version