Thursday, November 6, 2025

Review meeting: মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের সঙ্গে শনিবার পুর-বৈঠক রাজ্য নির্বাচন কমিশনের

Date:

কলকাতা ও হাওড়ার পুরভোট নিয়ে তৎপর নির্বাচন কমিশন। শনিবার, প্রশাসনিক ও নিরাপত্তা নিয়ে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwivedi) ও স্বরাষ্ট্রসচিব ভগবতীপ্রসাদ গোপালিকার (Bhagabatiprasad Gopalika) সঙ্গে বৈঠকে বসবেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস (Sourabh Das)। পর্যালোচনা বৈঠকে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, রাজ্য পুলিশের মহা নির্দেশক মনোজ মালব্যকে যোগ দেওয়ার জন্য রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে।

কমিশন সূত্রে খবর, প্রতিটি বুথে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়, রাজ্যের দুই শীর্ষ প্রশাসনিক আধিকারিকের কাছে সেই অনুরোধ জানানো হবে। একই সঙ্গে সব প্রার্থীরা যাতে নির্বিঘ্নে প্রচার চালাতে পারেন, তার জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার কথাও বলা হবে। করোনা পরিস্থিতিতে ভোটগ্রহণের চ্যালেঞ্জকে সামনে রেখেই স্বাস্থ্য সচিবকে ওই বৈঠকে আমন্ত্রণ বলে মনে করা হচ্ছে। বৈঠকে প্রশাসনিক খুঁটিনাটি বিষয় ছাড়াও বাহিনী নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।

রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের প্রস্তাব মেনে আগামী ১৯ ডিসেম্বর কলকাতা (Kolkata) ও হাওড়া (Howrah) পুরসভার ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। শুক্রবার, ওই দুই পুর নিগমের ভোট নিয়ে কমিশন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনার ছাড়াও কমিশনের দুই শীর্ষ আধিকারিক এবং কলকাতা ও হাওড়ার মিউনিসিপ্যাল কমিশনার, দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়ার জেলাশাসক, হাওড়ার পুলিশ কমিশনার, কলকাতা পুলিশ কমিশনার এর পক্ষে যুগ্ম কমিশনার সদর উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- Road Accident: দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে ৪টি গাড়ির সংঘর্ষ, মৃত ৩

 

 

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...
Exit mobile version