Monday, August 25, 2025

Babul-Anupam: অনুপমের “মাঠের বাইরে বসিয়ে রাখল” খোঁচার পাল্টা দিলেন বাবুল

Date:

শনিবার অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরোর নাম ঘোষণা করেছে তৃণমূল। আর এই বিষয়টিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে(Babul Supriyo) কটাক্ষ করলেন বিজেপি নেতা অনুপম হাজরা (Anupam Hazra)। যদিও অনুপমের কটাক্ষের তীব্র জবাবও দিতে ছাড়েননি বাবুল।

রবিবার সোশ্যাল মিডিয়ায় বাবুলের নাম না করেও অনুপম লেখেন, ‘গোয়ার ছেলেটাকে রাজ্যসভায় পাঠাল, অথচ প্লেয়িং ১১-য় খেলতে চাওয়া বাংলার ছেলেটাকে মাঠের বাইরে বসিয়ে রাখল।’ নাম না লিখলেও অনুপম খোঁচা যে বাবুলকে লক্ষ্য করেই, তা বুঝেছেন আসানসোলের প্রাক্তন সাংসদ।

যদিও সেই কটাক্ষের জবাব দিতে ছাড়েন নি খোদ বাবুল। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। তাই অনুপমকে পাল্টা দিয়েছেন আসানসোলের প্রাক্তন সাংসদ। সোশ্যাল মিডিয়ায় অনুপমকে ঠুকে বাবুল লিখেছেন, ‘অনুপম অতি সুবোধ বালক, একটি বোকা ছেলে। দু-দুবার বিপুল ভোটে জেতা একজন লোকসভার সাংসদ, লোকসভা থেকে পদত্যাগ করে যে রাজ্যসভায় যাবে না, এটা বোঝার মতো বুদ্ধি যদি অনুপম হাজরার থাকত তাহলে অনুপম হাজরা অনুপম হাজরা হত না। আগের মতো অনুব্রত মণ্ডলবাবুকে প্রণাম করে রাজনীতির সহজপাঠ নেওয়া উচিত ওঁর।’

প্রসঙ্গত, মানস ভুঁইয়ার আসনে অসমের নেত্রী সুস্মিতা দেবকে রাজ্যসভায় পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস। এখন সুস্মিতা দেব ত্রিপুরায় তৃণমূলের দায়িত্বে। অন্যদিকে সেপ্টেম্বরে তৃণমূলে যোগ দিয়েছিলেন গোয়ার সাতবারের বিধায়ক তথা কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো। তাঁকে অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া আসনে প্রার্থী করেছে তৃণমূল। ১৬ নভেম্বর তাঁর মনোনয়ন জমা দেওয়ার কথা। ২৯ নভেম্বর নির্বাচনের দিন। তবে কোনও বিরোধী না দাঁড়ানোর সম্ভাবনায় ওই সময়ের আগেই তাঁকে বিজয়ী বলে ঘোষণার সম্ভাবনা।

আরও পড়ুন- ত্রিপুরায় বাড়তি নজর: পুরভোটের আগে দেড় লক্ষ মানুষকে আবাস যোজনা টাকা মোদি সরকারের

 

Related articles

নিয়োগ মামলা: ইডির তল্লাশি বিধায়কের বাড়ি, আত্মীয়ের বাড়িতে

নির্বাচন এগিয়ে এলেই বিজেপির তার তদন্তকারী সংস্থার অস্ত্রগুলোকে এগিয়ে দিতে থাকে। তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই আজ পর্যন্ত...

সন্তানের শিক্ষা বিদেশে, দেশের স্কুলপড়ুয়াদের ‘ভুল’ দেশি শিক্ষা দিচ্ছেন অনুরাগ!

প্রথম মহাকাশযাত্রী কে? ছোট ছোট স্কুল পড়ুয়ারা উত্তর দিয়েছিল নীল আর্মস্ট্রং (Neil Armstrong)। কিন্তু তাদের আরও ‘ঠিক’ শেখালেন...

BIG EXCLUSIVE: ‘ধূমকেতু’ সিনেমায় নায়িকাবদল, কার বদলে এলেন শুভশ্রী?

কাশীরাম দাস দেব-শুভশ্রী (Dev-Shubhashree) জুটি নিয়ে এই বিপুল প্রমোশন। 'ধূমকেতু' ছবির তুরুপের তাস এই দে-শু জুটির প্রত্যাবর্তন। অথচ, বিস্ফোরক...

দক্ষিণে বিজেপি বিরোধী রঙ বদলে দেবেন থালাপতি

মোদি ফ্যাসিবাদী। আমাদের রাজনৈতিক শত্রু হল বিজেপি। তামিলরা এই দলটার পাশে থাকবে না। বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।২১ অগাস্ট। মাদুরাইতে অভিনেতা...
Exit mobile version