Tuesday, July 8, 2025

অর্ডিন্যান্স জারি করে সিবিআই ও ইডির শীর্ষ কর্তাদের মেয়াদ বাড়াল কেন্দ্র

Date:

Share post:

দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই(CBI) ও ইডির(ED) শীর্ষ কর্তাদের কার্যকালের মেয়াদ বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার(Central Government)। এদিন অর্ডিন্যান্স জারি করে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে সরকারের তরফে। নিয়ম অনুযায়ী এতদিন সিবিআইয়ের কর্তাদের কার্যকালের মেয়াদ ছিল দু’বছর। এবার তা আরও বেড়ে সর্বাধিক পাঁচ বছর করা হয়েছে। কেন্দ্রের নয়া বিজ্ঞপ্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দু বছর শেষ হওয়ার পর কোনও অধিকর্তার মেয়াদ এক বছর করে বাড়ানো হবে।

কেন্দ্রের এহেন সিদ্ধান্তের পেছনে কারণ হিসেবে অনুমান করা হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে মামলার তদন্ত সময় সাপেক্ষ হয়। যদি ডিরেক্টর বদল হয় তাহলে তদন্তে বিঘ্ন ঘটে। নতুন ডিরেক্টরের অধীনে পুরনো টিমটাই বদলে যায়। এই সমস্যা সামাল দিতেই ডিরেক্টরদের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:Delhi Air Pollution সামান্য কমলেও এখনো রয়েছে ‘অতি খারাপ ‘ পর্যায়ে

উল্লেখ্য, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন্দ্রের সিবিআই ও ইডি দুই সংস্থার বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতার অভিযোগ বারবার তুলেছে বিরোধী শিবির। এমন সময়ে এই দুই সংস্থার শীর্ষ কর্তাদের মেয়াদবৃদ্ধি রাজনৈতিক মহলে জল্পনা সৃষ্টি করেছে। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তৃণমূল সাংসদ বলেন, একেবারে অন্যায়। এসব কেন্দ্রের চাল। রাজনৈতিকভাবে ওরা পাচ্ছে না। তাই সিবিআই ও ইডিকে ব্যবহার করছে। বর্তমান সিবিআই ও ইডি ডিরেক্টর বর্তমান একেবারেই কেন্দ্রের অনুগত। তাই ২০২৪ সালে পর্যন্ত ওরা যতদিন থাকবে ততদিন ওদের ব্যবহার করা হবে।

 

spot_img

Related articles

নৈহাটি ঐকতান মঞ্চে সরস্বতী নাট্যবন্দনা ২০২৫,আর্থিক সহায়তায় পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি 

ভরা বর্ষায় মরশুমে সংস্কৃতিমনস্কদের নাট্য প্রেমের কথা মাথায় রেখে নৈহাটি ঐকতান মঞ্চে আয়োজিত হল 'সরস্বতী নাট্য বন্দনা ২০২৫'।...

মারধরের অভিযোগ! বোলপুরে স্কুলে বিক্ষোভ নিগৃহীতা ছাত্রীর পরিবার – পড়ুয়াদের

নবম শ্রেণির এক ছাত্রীকে শারীরিকভাবে নিগ্রহের অভিযোগে চাঞ্চল্য ছড়াল বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে। সোমবার অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে...

পহেলগাম হামলার ৭৬ দিন পার! এখনও নীরব কেন? প্রধানমন্ত্রীকে প্রশ্ন শশীর 

পহেলগাম হামলা নিয়ে ফের একবার প্রধানমন্ত্রী মোদিকে তোপ দাগলেন রাজ্যের মহিলা ও শিশু কল্যাণ এবং সমাজকল্যাণ মন্ত্রী শশী...

কলকাতায় কলেরা! আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি যুবক

কলকাতা পুর এলাকার ৬৭ নম্বর ওয়ার্ডের পিকনিক গার্ডেন রোডে ফের মিলল কলেরার হদিস। বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে...