Sunday, November 9, 2025

Jagadhatri Puja:সাবেকিয়ানা মেনে ২৭ বছর ধরে চলছে গোরাচাঁদ বসু যুবসঙ্ঘের জগদ্ধাত্রী পুজো

Date:

জগদ্ধাত্রী পুজো মানেই শুধু চন্দননগর নয়। রীতি মেনে গত ২৭ বছর ধরে কলকাতার ‘গোরাচাঁদ বসু যুবসঙ্ঘে’(Gorachand Yobasangha) এই পুজো হয়ে আসছে। তবে থিম নয় একেবারেই সাবেকিয়ানা সাজে এই পুজো হয়ে আসছে। এবারও চিরাচরিত নিয়ম মেনে সপ্তমী থেকে থেকে শুরু হয়েছে পুজো।

আরও পড়ুন:বিহারে মাওবাদীদের নৃশংসতা: একই পরিবারের ৪ সদস্যকে খুন করে ঝুলিয়ে দেওয়া হল

‘জয় সর্বগত দুর্গে জগদ্ধাত্রী নমোহস্তুতে’! জগদ্ধাত্রীও নয়, দুর্গাও নয়, দুইয়ে মিলে দেবীর প্রকাশ। এই দেবী জগদ্ধাত্রী (Jagadhatri Puja) সিংহের পিঠে আসীন, নানা অলঙ্কারে ভূষিতা ও নাগরূপ যজ্ঞোপবীতধারিণী। দেবীর দুই বাম হাতে শঙ্খ ও শার্ঙ্গধনু এবং দুই ডান হাতে চক্র ও পঞ্চবাণ। আর ঠিক এই বেশভূষাতেই দেবীর আরাধনা করেন যুবসঙ্ঘের পুজোর উদ্যোক্তারা। দুর্গাপুজো নয়,এই জগদ্ধাত্রী পুজোর জন্য বছরভর অপেক্ষা করেন তাঁরা। কালীপুজো শেষ হতেই শুরু হয় পুজোর কাজ। এই পুজোকে কেন্দ্র করে সকলের ঐক্যবদ্ধ হয়। যুবসঙ্ঘের পুজো একটি আবেগ। এলাকার আট থেকে আশি সকল মহিলা এই পুজোতে অংশগ্রহণ করেন। এই পুজোকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হন এলাকার সকল বাসিন্দা। তাই তো বছরভর জগদ্ধাত্রী পুজোর জন্য অপেক্ষা করে থাকেন বাসিন্দারা।

তবে এই পুজোর এক অনন্য বৈশিষ্ট্য সাবেকিয়ানা। উত্তর কলকাতায় এই পুজোই শুধুমাত্র পুজোর সাবেকিয়ানার উপর জোর দেয়। পাশাপাশি লাইটিং-এর বৈচিত্র্য তো রয়েইছে। উদ্যোক্তাদের মতে তাঁদের পূর্বপ্রজন্ম যেমন এই পুজো করে এসেছেন সেই ধারাবাহিকতা বজায় রেখেই তাঁদের প্রজন্ম এই পুজো করে চলেছে। তাঁদের বিশ্বাস ভবিষ্যৎ প্রজন্মও তাঁদের এই প্রথা মেনে পুজো করবে।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version