Monday, November 10, 2025

বিহারে মাওবাদীদের নৃশংসতা: একই পরিবারের ৪ সদস্যকে খুন করে ঝুলিয়ে দেওয়া হল

Date:

মাওবাদীদের(Naxal) বিরুদ্ধে সম্প্রতি বিহারে(Bihar) অভিযান চালিয়েছিল পুলিশ(Police)। এবার তার বদলা নিল মাওবাদীরা। পুলিশের চর সন্দেহে একই পরিবারের ৪ সদস্যকে খুন করে তাদের ঝুলিয়ে দেওয়া হল। নৃশংস এই ঘটনাটি ঘটেছে বিহারের গয়া জেলার নকশাল প্রভাবিত এলাকা ডুমুরিয়া থানার মউনবার গ্ৰামে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরযু সিং ভোক্তা নামে গ্রামের এক বাসিন্দা কে হত্যা করার পাশাপাশি তার দুই পুত্র সত্যেন্দ্র সিং ভোক্তা, মহেন্দ্র সিং ভোক্তা ও সরযুর স্ত্রীকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়। পাশাপাশি বাড়ির দেওয়ালে একবার তা লিখে দেওয়া হয়, ইতিপূর্বে ওই পরিবারের সদস্যরা ষড়যন্ত্র করে চার মাওবাদীকে হত্যা করেছিল। পুলিশকে সহযোগিতা করতে চার মাওবাদী অমরেশ কুমার, সীতা কুমার, শিবপুজন কুমার এবং উদয় কুমারকে বিষ খাইয়ে খুন করেছিল। পরিবারের ৪ সদস্যকে খুন করার পাশাপাশি মাওবাদীরা বোমা মেরে উড়িয়ে দেয় বাড়িটিও। খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছেন বিহার পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুন:তরজা নয়, লড়াইয়ে আছি: তথাগতকে পাল্টা দিয়ে মন্তব্য দিলীপের

এদিকে এই ঘটনায় বিহার পুলিশের এএসপি আদিত্য কুমার বলেন, “এনকাউন্টারে চার মাওবাদীকে হত্যা করা হয়েছিল। তার বদলা নেওয়ার চেষ্টা করল। চার সাধারণ গ্রামবাসীকে হত্যার মতো কাপুরুষচিত কাজ করল মাওবাদীরা।” যদিও নৃশংস এই ঘটনায় যুক্ত মাওবাদীদের ছাড়া হবে না বলে পুলিশের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version