Sunday, August 24, 2025

Real estate price hike : পশ্চিমবঙ্গে ফ্ল্যাটের দাম প্রতি বর্গফুটে ৩৫০ থেকে ৪০০ টাকা বাড়তে পারে

Date:

পশ্চিমবঙ্গে ফ্ল্যাটের (Price will be high in Real Estate Sector) দাম প্রতি বর্গফুটে ৩৫০ থেকে ৪০০ টাকা বাড়তে পারে। নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি এবং শ্রম খরচ এই মূল্য বৃদ্ধির জন্য দায়ী হতে পারে । রিয়েল এস্টেট এবং নির্মাণ শিল্পকে ভারতের দ্বিতীয় বৃহত্তম কর্মসংস্থান প্রদানকারী ক্ষেত্র হিসেবে গণ্য করা হয়ে থাকে। সম্প্রতি কোভিড ১৯ সহ বেশ কয়েকটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। সেই সঙ্গে কাঁচামালের আকাশচুম্বী দাম বেড়ে যাওয়ায় ফ্ল্যাটের দাম বৃদ্ধি ছাড়া আর কোনও বিকল্প নেই বলে মনে করা হচ্ছে।

গত এক বছরে নির্মাণ খরচ ১২% এবং শ্রম ব্যয় প্রায় ২০% বৃদ্ধি পেয়েছে। জ্বালানির দামও বেড়েছে । যা রিয়েল এস্টেট শিল্পের উপর যথেষ্ট প্রভাব ফেলেছে। প্রতি ব্যাগ সিমেন্টের দাম ২০২০র অক্টোবরে ২৫০ টাকা , ২০২১ সালের মার্চ মাসে ৩০০ টাকা হয়েছে। পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে। এটি সমস্ত কাঁচামালের পরিবহন খরচ বৃদ্ধিকে প্রভাবিত করছে। এছাড়া টাইলসের দামও গত এক বছরে ২০ থেকে ৩০ শতাংশ বেড়েছে। এক বছরে কৃত্রিম বালির দাম ৫০% বেড়েছে।

 

সুশীল মোহতা, প্রেসিডেন্ট, ক্রেডাই পশ্চিমবঙ্গ, জানিয়েছেন, ‘সম্প্রতি অত্যন্ত দ্রুত হারে উপকরণের খরচ বৃদ্ধি পেয়েছে। এটি আমাদের মুনাফাকে প্রভাবিত করছে । সেই সঙ্গে কোভিড-১৯ এর কারণে লকডাউন, শ্রমিকদের নিজ গ্রামে স্থানান্তর, পেট্রোল-ডিজেলের মতো জ্বালানির দাম বৃদ্ধি, দক্ষ ও অদক্ষ শ্রমিকের অভাব, রিয়েল এস্টেট সেক্টরে বিরূপ প্রভাব ফেলেছে। আর আর সেকারণেই ফ্ল্যাটের দাম বৃদ্ধি ছাড়া আর কোনো উপায় নেই।

ক্রেডাই বেঙ্গল-র প্রেসিডেন্ট নান্দু বেলানি বললেন, ‘কাঁচামালের দামের ক্রমাগত বৃদ্ধির কারণে আবাসন খরচ আনুমানিক ১০% বৃদ্ধি পাবে।’

নরেশ আগরওয়াল, প্রেসিডেন্ট, ক্রেডাই, উত্তরবঙ্গ বললেন, “উত্তরবঙ্গের বেশিরভাগ বাসিন্দাই একটি সাশ্রয়ী মূল্যের আবাসনের খোঁজ করে । কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে কাঁচামালের ক্রমবর্ধমান দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গে আবাসনের দাম বাড়াতে হচ্ছে।

সিদ্ধার্থ পানসারি (ক্রেডাই পশ্চিমবঙ্গের প্রবীণ সদস্য ), বললেন , “পশ্চিমবঙ্গে ফ্ল্যাটের দাম কিছু দিন্য টানা একভাবে ছিল। কিন্তু অতিমারির দরুণ চাহিদা কমেছে। পাশাপাশি গত ৪-৬ মাসে কাঁচামালের খরচ এবং শ্রম খরচ বৃদ্ধির ফলে এমন একটা পরিস্থিতির তৈরি হয়েছে যে ফ্ল্যাটের দাম না বাড়িয়ে উপায় নেই। ‘

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version