Monday, August 25, 2025

এগারো জন পুরুষ ঘোমটা পরে জগদ্ধাত্রী (Jagadhatri) প্রতিমা (Idol) বরণ করছেন, উলু আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠছে ঠাকুর দালান। আর এই বরণ দেখতে করোনা বিধি না মেনেই উপচে পড়ল ভিড়।

ভদ্রেশ্বর (Bhadreswar) তেঁতুলতলায় জগদ্ধাত্রীপুজোয় অংশ নিলেও দশমীর বরণে মেয়েরা থাকে না। যুগযুগ ধরে এই রীতিই চলে আসছে তেঁতুলতলার পুজোয়। নবমীর পুজো আর দশমীর বরণ অনুষ্ঠান দেখতে বহু মানুষ হাজির হন। মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো।

এতদিন দেখা হয়নি, এবারই প্রথম পুরুষরা নারী বেশে বরণ দেখতে হাওড়া আসেন রেখা বণিক। তিনি বলেন, আমার ননদের বিয়ে হয়েছে এখানে। তাই তেঁতুলতলায় এলাম। নারী বেশে পুরুষদের বরণ আগে কোথাও দেখিনি।

প্রচলিত মতে রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতারাম সুরের মেয়ের বাড়ি গৌরহাটিতে একসময় হত জগদ্ধাত্রী আরাধনা। তাঁদের আর্থিক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় সেই পুজোই চলে আসে ভদ্রেশ্বর তেঁতুলতলায়। বাড়ির পুজো সর্বজনীন রূপ পায়।সেসময় বাড়ির মেয়েরা পর্দানসীন ছিলেন। বাইরে বেরিয়ে পুজোয় অংশ নিতেন না। কিন্তু প্রতিমা বরণ তো মেয়েরাই করেন। সেই কাজ হবে কি করে? বিসর্জনের আগে তাই পুরুষরাই শাড়ি পরে মহিলা সেজে বরণ করা শুরু করেন। একবিংশ শতকে মহিলারা বিভিন্ন জায়গায় চালিকা শক্তি।মহিলারাই দশভূজা হয়ে সব সামলাচ্ছেন। কিছু রীতি তবু রয়ে যায় যুগ যুগ ধরে। সেই প্রথা আজও মেনে চলেছে তেঁতুলতলা বারোয়ারি। চন্দননগরের পাশাপশি ভদ্রেশ্বরে ২২৯ বছর ধরে হয়ে আসছে জগদ্ধাত্রী পুজো। তেঁতুলতলার অন্যতম কর্মকর্তা শ্রীকান্ত মণ্ডল বলেন, বারোয়ারীর পুজো যাঁরা করতেন সেই পুরহিতরা বরণ করতেন।এখন এগারোজন পুরুষ সদস্য শাড়ি পরে বরণ করেন। যা যেখতে বহু মানুষ সকাল থেকে ভিড় করেন মণ্ডপে।

আরও পড়ুন- ত্রিপুরায় বাড়তি নজর: পুরভোটের আগে দেড় লক্ষ মানুষকে আবাস যোজনা টাকা মোদি সরকারের

 

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...
Exit mobile version