Sourav Ganguly: কেন দ্রাবিড়কে ভারতীয় দলের কোচ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়? মজার উত্তর মহারাজের

দ্রাবিড়ের ছেলে আমাকে ফোন করে বলল ওর বাবাকে নিয়ে যেতে

রবি শাস্ত্রী ( Ravi Shastri) ভারতীয় দলের (india team) দায়িত্ব ছাড়ার পর, টিম ইন্ডিয়ার কোচ হয়েছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। তবে প্রথমে কিছুইতে বিরাট কোহলি ( virat kohli), রোহিত শর্মাদের ( Rohit sharma) কোচ হতে রাজি ছিলেন দ্রাবিড়। কিন্তু হঠাৎ করেই প্রাক্তন সতীর্থ তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের ( Sourav Ganguly) কথায় ভারতীয় দলের কোচ হতে রাজি হয়ে যান ‘দ‍্যা ওয়াল’। কীভাবে রাজি হলেন দ্রাবিড়? সেই বিষয়ে এক মজার উত্তর দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। শারজা আন্তর্জাতিক বইমেলায় গিয়ে সৌরভ বলেন, দ্রাবিড়ের ছেলে আমাকে ফোন করে বলল ওর বাবাকে নিয়ে যেতে। বলেছিল বাবা নাকি ওর প্রতি খুব কঠোর।

এই মুহূর্তে টি-২০ বিশ্বকাপের জন‍্য দুবাইয়ে আছেন মহারাজ। সেখানে শারজা আন্তর্জাতিক বইমেলায় গিয়ে তিনি বলেন,” আসলে দ্রাবিড়ের ছেলের থেকে একটা ফোন পেয়েছিলাম। ও বলেছিল বাবা নাকি ওর প্রতি খুব কঠোর। তাই আমি যাতে ওর বাবাকে নিয়ে যাই তার অনুরোধ করেছিল। এরপরেই আমি দ্রাবিড়কে ফোন করে বলি এ বার ওর জাতীয় দলে যোগ দেওয়ার সময় হয়েছে।”

কেন ভারতীয় দলে কোচ হিসাবে ভাবা হল দ্রাবিড়কে? এর উত্তরে সৌরভ বলেন,” আমরা একসঙ্গে বড় হয়েছি। একসঙ্গে ক্রিকেট খেলা শুরু করেছি। এবং দু’জনের কেরিয়ারের বেশিরভাগ সময়টাই একসঙ্গে খেলেছি। তাই ওকে কোচ হিসেবে নিয়ে আসার সিদ্ধান্ত আমাদের কাছে সহজ ছিল এবং সেটাই আমরা করেছি।”

আরও পড়ুন:Atk Mohunbagan: ডার্বি নয়, কেরল ম‍্যাচেই বেশি ফোকাসড প্রীতম-প্রবীররা