Tuesday, August 26, 2025

Aparna Sen: বাংলায় BSF-এর এক্তিয়ার বৃদ্ধির বিরুদ্ধে মুখ খুললেন অপর্ণা সেন

Date:

ভৌগোলিকভাবে বাংলা, অসম ও পাঞ্জাবে বিএসএফের (BSF) কাজের এক্তিয়ার বা ক্ষমতা বাড়ানোর নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। গণতান্ত্রিক ভারতের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় কেন্দ্রের এমন একতরফা সিদ্ধান্তে দেশজুড়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। বাংলার শাসক দল তৃণমূল (TMC) কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে আগেই সোচ্চার হয়েছে। এবার এই ইস্যুতে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেন (Aparna Sen)।

আজ, সোমবার কলকাতা প্রেস ক্লাবে এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দেন অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেন (Aparna Sen)। তাঁর পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকা অন্যান্য বিদ্বজনও প্রতিবাদে মুখর হয়েছেন।

আরও পড়ুন-KMC Election: কলকাতা পুরসভায় বড় পদে বাবুল সুপ্রিয়?

বিএসএফের (BSF) ক্ষমতা বৃদ্ধি নিয়ে অপর্ণা সেনের কথায়, “মিলিটারিদের যতটা ক্ষমতা দেওয়ার কথা, তার থেকেও বেশি দেওয়া হচ্ছে”। ছিটমহলের বাসিন্দাদের কথা ভাবলেই শিউরে ওঠতে হয়। এমনিতেই তাঁদের অবস্থা শোচনীয়, তার উপরে বিএসএফের ক্ষমতা বাড়লে আরও দুর্বিষহ হবে তাঁদের জীবনযাপন।” এরপরই অপর্ণা সেন রাজ্য সরকারকে অনুরোধ করে বলেন, সীমান্তে বসবাস করা মানুষগুলোর কথা যেন একটু ভাবা হয়। তাঁরা যেন নিজেদের মতো করে ব্যবসা-বাণিজ্য, চাষাবাদ করতে পারেন।

উল্লেখ্য, অক্টোবর মাসে হঠাৎ রাজ্যগুলির সঙ্গে কোনওরকম আলোচনা ছাড়াই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক নির্দেশিকায় বাংলা, অসম ও পাঞ্জাবে বিএসএফের ক্ষমতা বাড়ানো হয়। বিএসএফ অফিসাররা এতদিন তদন্ত, গ্রেফতার, বাজেয়াপ্ত এবং তল্লাশি করতে পারতআন্তর্জাতিক সীমান্ত থেকে দেশের অভ্যন্তরে ১৫ কিলোমিটার পর্যন্ত। এবার তা বাড়িয়ে ৫০ কিমি ভিতরে ঢুকে তাঁরা এই কাজ করতে পারবেন। কেন্দ্রের এমন সিদ্ধান্তে শুরু হয়েছে জোর বিতর্ক।

Related articles

নর্তকী থেকে প্রৌঢ়া, একদিনে তিন ‘মৃত্যু’ আনন্দপুরে

একইদিনে তিন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য আনন্দপুর থানা এলাকায়। তিনটি দেহের পরস্পরের সঙ্গে সম্পর্ক নেই বলেই প্রাথমিকভাবে পুলিশের...

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...
Exit mobile version