Friday, July 4, 2025

Arrest Antisocial: অবশেষে পুলিশের জালে কুখ্যাত ডন হরিদেবপুরের ত্রাস নান্টি

Date:

অবশেষে পুলিশের জালে কলকাতা কুখ্যাত ডন দক্ষিণ কলকাতার হরিদেবপুরের (Haridevpur) ত্রাস নান্টি (Nanti). গা ঢাকা দিয়ে একের পর এক ডেরায় পালাতে থাকলেও শেষরক্ষা হল না। কলকাতা পুলিশের{(Kolkata Police) দুঁদে গোয়েন্দাদের হাতে ধরা দিতেই হল ডন নান্টিকে। তার ছায়াসঙ্গী আবদুল হোসেন ওরফে বিলালকেও গ্রেফতার করেছে পুলিশ। বাগনান থেকে কলকাতা পুলিশ তাদের গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।

নান্টি ও তার সঙ্গী বিলালের বিরুদ্ধে অস্ত্র আইনের একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। আহ, সোমবার এই দুই সমাজবিরোধীকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে। কলকাতা পুলিশ নিজেদের হেফাজতে চাইবে নান্টিকে।

প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে হরিদপুরের গুন্ডা নান্টির একের পর এক সমাজ বিরোধী কার্যকলাপে নাভিশ্বাস উঠে এলাকার মানুষের। খুন, হুমকি, তোলাবাজি, রাহাজানি লুটপাটের মত অসামাজিক কাজকর্মে দৌরাত্ম বাড়তে থাকে নান্টি ও তার দলবলের। হরিদেবপুর এলাকার ত্রাস হয়ে ওঠে সে।

গত বছর জুলাই মাসে নান্টির গুণ্ডামিতে উত্তপ্ত হয়ে ওঠে হরিদেবপুর। কবরডাঙা মোড়ে একটি পানাশলায় প্রকাশ্যে গুলি চালানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ওই ঘটনায় রাজা মজুমদার নামে এক যুবকের মৃত্যু হয়। সঞ্জয় ছেত্রী ও উত্তম সাহা নামে দুই ব্যক্তি গুরুতর জখম হন। সেবার গুজরাট থেকে গ্রেফতার করা হয় নান্টিকে। কিন্তু জেল থেকে ছাড়া পাওয়ার পর তার গুন্ডামি আরও বেড়ে যায়।

সম্প্রতি, নান্টি সরাসরি কোনও ঘটনায় না থাকলেও, গত কয়েক মাস ধরে তার দলের গুন্ডারা বাঁশদ্রোনী, কুদঘাট, হরিদেবপুর, কবরডাঙ্গা, ঠাকুরপুকুর টালিগঞ্জের বিভিন্ন এলাকায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করেছিল। সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে উঠছিল নান্টির দলের দৌরাত্ম্যে। এবং সব ঘটনার পিছনে নান্টির প্রত্যক্ষ মদদ ছিল বলেই জানতে পারে পুলিশ। কিছুদিন আগে তার ছেলেকে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার করেছিল পুলিশ। তারপর থেকেই নান্টিকে খুঁজছিল পুলিশ। পালিয়ে বাঁচতে পারল না। অবশেষে পুলিশের জালে ধরা দিল সে।

 

Related articles

মজা করতে ৪ বছর পর সাপ্লিমেন্টারি চার্জশিট? পদ্মনেতা খুনে আদালতে ভর্ৎসিত CBI!

২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসায় (Post poll violence) বিজেপি নেতা খুনের অভিযোগে শুরু হওয়ার তদন্তের সাপ্লিমেন্টারি চার্জশিট...

বিজেপি মানেই ডবল ভণ্ডামি! মহারাষ্ট্র-রাজস্থানে প্রাণ হাতে নিয়ে নদী পারাপার খুদে-বয়স্কদের

ডিজিটাল ইন্ডিয়ার বিজেপি শাসিত মহারাষ্ট্র এবং রাজস্থানে খুদে পড়ুয়া থেকে বয়স্করা জীবন হাতে নিয়ে নদী পারাপার করছে। কী...

উত্তরবঙ্গের প্লাবন-সমস্যা মেটাতে ডুয়ার্সের একাধিক নদীতে ড্রেজিংয়ের পরিকল্পনা সেচ দফতরের

ভূটান থেকে প্রবাহিত নদীগুলির জলে উত্তরবঙ্গের প্লাবন-সমস্যার মেটাতে ডুয়ার্সের একাধিক নদীতে ড্রেজিংয়ের পরিকল্পনা নিয়েছে রাজ্যের সেচ দফতর (Irrigation...

এগিয়ে থেকেও সুরুচির সঙ্গে ড্র ইস্টবেঙ্গলের

এগিয়ে থেকেও শেষরক্ষা হল না। সুরুচি সঙ্ঘের সঙ্গে ১-১ গোলে ড্র ইস্টবেঙ্গলের (Eastbengal)। প্রথমার্ধে গুইতের (Guite) গোলে এগিয়ে...
Exit mobile version